হেয়ার কালার দীর্ঘস্থায়ী করতে মেনে চলুন এই টিপসগুলি ,দেখেনিন একঝলকে

বর্তমানে শুধু নারীরাই নয় পুরুষরাও হেয়ার কালার করছেন। একটু ডিফারেন্ট লুকের জন্য অনেকে চুলে কালার করে থাকেন।

আবার অনেকে সাদা চুল ঢাকতে হেয়ার কালার ব্যবহার করে থাকেন। তবে হেয়ার কালার করার দুই-তিন সপ্তাহের মধ্যেই চুল থেকে রঙ উঠে যেতে শুরু করে, যার কারণে চুল নিস্তেজ দেখায়।

আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে পার্লার নয়, বরং নিজের বাড়িতে থেকেই চুলের যত্ন নিন। সঠিকভাবে চুলের যত্ন নিলেই হেয়ার কালার দীর্ঘস্থায়ী হয়। তাহলে জেনে নিন চুলে হেয়ার কালার দীর্ঘস্থায়ী করার টিপস-

> এসএলএস শ্যাম্পু ব্যবহার করবেন না। এসএলএস শ্যাম্পুতে সোডিয়াম লোরিল সালফেট থাকে, যা সালফেট চুলের সবচেয়ে বড় শত্রু। সালফেট চুল থেকে প্রাকৃতিক তেলের আস্তরণ শুষে নিয়ে চুল রুক্ষ করে তোলে। পাশাপাশি কালার করা চুলও দ্রুত ফিকে হয়ে যায়।

> চুল শ্যাম্পু করার পর হাওয়ায় শুকিয়ে নিন। হেয়ার কালার করার পরে চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ব্যবহার করা খুব একটা ভালো নয়। কারণ চুলে তাপ দেয়ার ফলে চুল দুর্বল হয়ে যায়। এতে চুলের রঙও ফিকে হয়ে যায়।

> বাইরে গেলে চুল ঢেকে বের হতে হবে। য়ার কালার করলে সাধারণত সবাই চুল খুলে বের হতেই পছন্দ করেন। তবে বেশিরভাগ সময় চুল খুলে রাখলে চুলের ক্ষতি হয়। বিশেষত রোদে চুল নিস্তেজ ও প্রাণহীন হয়ে যায়

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy