শরীরের কাঠামো ঠিক রাখতে হাড়ের ভূমিকা অপরিসীম, কিন্তু আমরা অনেকেই হাড়ের সামান্য ব্যথা বা সমস্যাকে গুরুত্ব দিই না। চিকিৎসকদের মতে, এই অবহেলাই ভবিষ্যতে ক্যান্সারের মতো কঠিন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী হাড়ের ব্যথা বা হাড় দুর্বল হয়ে যাওয়া অনেক সময় ‘বোন ক্যান্সার’ বা শরীরের অন্য কোনো অংশের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি হাড়ের কোনো অংশে অস্বাভাবিক ফোলাভাব থাকে, বারবার হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দেয় কিংবা রাতে হাড়ের ব্যথা তীব্র হয়, তবে তা ক্যান্সারের সংকেত হতে পারে। বিশেষ করে মেরুদণ্ড বা জয়েন্টের ব্যথা অনেক সময় শরীরে ক্যান্সারের কোষ ছড়িয়ে পড়ার (Metastasis) ইঙ্গিত দেয়। চিকিৎসকদের পরামর্শ, হাড়ের সমস্যায় ঘরোয়া প্রতিকারের ওপর ভরসা না করে দ্রুত স্ক্রিনিং এবং সঠিক পরীক্ষা করানো জরুরি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই মারণ রোগ প্রতিরোধ করা সম্ভব।