সোনার দাম আকাশছোঁয়া! ঘরে বসেই ঝকঝকে করুন আপনার শখের রুপার গয়না, জেনেনিন ৪ উপায়

রুপার গয়নার কদর যুগ যুগ ধরে চলে আসছে। শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ, যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যায় ছোট-বড় সব ধরনের রুপার গয়না। আর সোনার দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রুপার গয়নার চাহিদা দিন দিন আরও বাড়ছে।

তবে রুপার গয়না দেখতে যতই সুন্দর হোক না কেন, কিছুদিন ব্যবহার করার পর বা ফেলে রাখলে তা খুব দ্রুত কালো হতে শুরু করে। এই কালো হয়ে যাওয়া গয়নাকে ফের ঝকঝকে করতে অনেকেই ছুট দেন জুয়েলারির দোকানে।

কিন্তু আপনি জানেন কি, চাইলে মাত্র ৪টি সহজ উপায় অবলম্বন করে ঘরে বসেই আপনার রুপার গয়নাকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন? তাও আবার কয়েক মিনিটের মধ্যেই! জেনে নিন সেই সহজ উপায়গুলো:

১) অ্যালুমিনিয়াম ফয়েল ও বেকিং সোডা:

প্রথমে একটি কাঁচের পাত্রের ভিতরে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিন। এরপর পাত্রের মধ্যে আপনার কালো হয়ে যাওয়া রুপার গয়নাগুলো রাখুন। তারপর গরম জলে ২ চামচ বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং সেই জল গয়নার উপরে ঢেলে দিন। ২ মিনিট এভাবে রেখে দিন। এরপর পাত্র থেকে গয়নাগুলো তুলে জল ঝরিয়ে একটি শুকনো কাপড়ে ভালো করে মুছে নিন। দেখবেন আপনার রুপার গয়না আগের মতোই ঝকঝকে হয়ে উঠেছে।

২) টুথপেস্টের ব্যবহার:

একটি নরম সুতির কাপড় অথবা পুরনো টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিন। এরপর সেই টুথপেস্ট কালো হয়ে যাওয়া রুপার গয়নার উপর লাগিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন। তারপর আলতো হাতে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার গয়না আগের মতো চকচক করছে।

৩) চুলের কন্ডিশনার:

চুলের কন্ডিশনারও রুপার গয়না পরিষ্কার করার জন্য ব্যবহার করা যেতে পারে। কালো হয়ে যাওয়া গয়নার উপর সামান্য কন্ডিশনার ঘষে প্রায় ১০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেই আপনার রুপার গয়না ঝকঝক করতে শুরু করবে।

৪) আপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা:

একটি পাত্রে সামান্য আপেল সিডার ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণের মধ্যে আপনার রুপার গয়নাগুলো ভিজিয়ে রাখুন। প্রায় ৫ মিনিট পর গয়নাগুলো তুলে একটি নরম ব্রাশ দিয়ে হালকাভাবে পরিষ্কার করে নিন। দেখবেন আপনার রুপা আবার তার পুরনো ঔজ্জ্বল্য ফিরে পেয়েছে।

এই চারটি সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার রুপার গয়নাকে ঘরে বসেই পরিষ্কার করতে পারবেন এবং জুয়েলারির দোকানে যাওয়ার ঝামেলা এড়াতে পারবেন। তাই এবার আপনার রুপার গয়না কালো হয়ে গেলেও আর চিন্তা নেই!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy