সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আর ছোট্ট এই জীবনে মানুষের প্রাপ্তি থেকে অপ্রাপ্তির তালিকাটাই বড় হয়ে থাকে। যে কারণে দুঃখ আর হতাশা নিয়েই অনেকেই জীবন পার করেন। তবে এত কিছুর মাঝেও পাঁচটি উপায় ফলো করলেই আপনিও সুখের মানুষের কাতারে নিজের জায়গা করে নিতে পারবেন। চলুন জেনে নেই জীবনে সুখী হওয়ার উপায়গুলো:-
প্রাপ্তির একটি তালিকা করুন, নিজের জীবনের প্রাপ্তির একটি তালিকা তৈরি করুন। যেখানে জায়গা দিন আপনার নিজের জীবনে যেগুলো প্রাপ্তি বলে মনে করেন সেসব ঘটনা কিংবা সাফল্যগুলোকে। এই তালিকা তৈরির কাজটি প্রতিদিন রাতে একবার হতে পারে বা অন্তত সপ্তাহে একবার করতে হবে।
বেশি ঘুমান আর ভালো থাকুন, এখানে চ্যালেঞ্জটা হলো, প্রতি রাতে অন্তত আট ঘণ্টা ঘুমানো। সেটা হতে হবে সপ্তাহের সাতটি রাতেই। এই সাধারণ বিষয়টি অর্জন করা অনেকের কাছে অনেক কঠিন একটি বিষয় হলেও এটি হয়তো আপনার জীবনকে সুখী করে তুলবে।
ধ্যান
প্রতিদিন অন্তত ১০ মিনিট ধ্যান করুন, সপ্তাহের প্রতিটি দিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আরো বেশি সময় কাটানো সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, পরিবার ও বন্ধুদের সঙ্গে চমৎকার সময় কাটানো গেলে সেটা মানুষকে প্রফুল্ল বা সুখী করে তোলে। যাদের আমরা পছন্দ করি, তেমন মানুষের সঙ্গে সময় কাটান।
সামাজিক মাধ্যমে কম সময় আর বাস্তব যোগাযোগ বৃদ্ধি, সামাজিক মাধ্যম অনেক সময় আমাদের মিথ্যা সুখের আবহ দিতে পারে। তবে তাতে নিজেকে ভাসিয়ে না দিয়ে বাস্তবতাকে সামনে এনে এগিয়ে যান। সুখ আপনার আসবেই।