সুখী জীবনের জন্য বিষাক্ত বন্ধুদের থেকে দূরে থাকুন

সবার জীবনেই বন্ধু থাকে। ভালো বন্ধুর যেমন জীবনে খুবই প্রয়োজন তেমনই জীবনে এমন কিছু বন্ধুও আসে যারা শুধুমাত্র সমস্যাই তৈরি করে। আপনি তাদের হয়তো সরাসরি না বলতে পারেন না, কিন্তু তাদের জন্যই আপনাকে মানসিক সমস্যায় ভুগতে হয়। এমনকী প্রশ্নের মুখেও পড়তে হয়। এই লক্ষণগুলো খেয়াল করলে বুঝবেন আপনার বন্ধুত্ব মোটেও ভালো দিকে গড়াচ্ছে না!

১. এই বন্ধুর কারণেই আপনি হীনম্মন্যতায় ভুগছেন। অনেকবার আশাহত হয়েছেন।

২. এই বন্ধুর জন্য আপনার অনেক ফালতু সম নষ্ট হচ্ছে।

৩. মনে হচ্ছে জোর করে আপনার উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে।

৪. বন্ধুত্ব একতরফা।

৫. এই বন্ধুত্বের মধ্যে ভালোবাসার চেয়েও বেশি আছে হিংসা। ভালো সাজার নাটক।

যেভাবে মোকাবিলা করবেন-

বন্ধুকে ভালো করে জানুন- খুব ভালো করে বন্ধুকে বোঝার চেষ্টা করুন। সে হয়তো জীবনে আপনাকে পেয়ে সুখী। কিন্তু আপনার ক্ষেত্রে তা নাও হতে পারে। সবসময় ভালো খারাপের তুলনা করে নিন।

আপনি ঠিক করুন- যথেষ্ঠ বয়স হয়েছে। সুতরাং আপনি ঠিক করুন বন্ধুত্ব আসলেই রাখবেন কিনা। এবং তা যথাসম্ভব দ্রুত করুন।

কিছুটা সময় দিন নিজেকে- বন্ধুত্বের বাইরেও নিজের জন্য কিছুটা সময় রাখুন। নিজের জন্য ভাবুন। আর কিছু মানুষকে এড়িয়ে চলতে শিখুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy