সাবধান! পায়ের উপর পা তুলে বসলে হতে পারে যেসব বিপদ, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

চেয়ারে বসলেই অনেকের স্বভাব পায়ের উপর পা তুলে বসা। আপনারও কী একই স্বভাব আছে? তা হলে কিন্তু বিপদ সামনেই।
এই ভাবে বসার ভঙ্গি খুব আরামদায়ক। তাই আমরা অনেকেই ভাবে বসতে অভ্যস্ত। যতই আরামদায়ক হোক এই ভঙ্গি, তা ডেকে আনতে পারে নানা শারীরিক সমস্যা। চলুন তবে জেনে নেয়া যাক কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন সে সম্পর্কে-

>>> কোনো এক ভঙ্গিমায় দীর্ঘ ক্ষণ ধরে বসে থাকলে স্নায়ুর প্যারালিসিস বা নার্ভাস পলসি হতে পারে। আর এই সমস্যা সবচেয়ে বেশি প্রকট হতে পারে এক হাঁটুকে আর একটি হাঁটুর উপর তুলে দীর্ঘ সময় বসে থাকলে।

>>> অনেক ক্ষণ ধরে টানা পায়ের উপর পা তুলে বসে থাকলে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে। আমাদের রোজকার নানা অভ্যাস রক্তচাপকে বাড়িয়ে দেয়। এই অভ্যাস তার মধ্যে অন্যতম।

>>> যদি আপনার প্রায়শই পা ক্রস করে বসার অভ্যাস থাকে তা হলে শিরায় চাপ পড়তে পড়তে রক্ত জমাট বেঁধে স্পাইডার ভেনের সমস্যাও হতে পারে।

>>> প্রতি দিন তিন ঘণ্টার বেশি সময় পায়ের উপর পা তুলে বসলে কোমর, ঘাড়, নিতম্বের হাড়ে ব্যথা থেকে ধীরে ধীরে কুঁজো হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে শুরু করে। পিঠে প্রবল যন্ত্রণাও হয় এই কারণেই।

>>> এই ভঙ্গিতে দীর্ঘ ক্ষণ বসে থাকলে শরীরে রক্ত সঞ্চালন ব্যহত হয়। ফলে পায়ে ঝিঝি ধরা, পেশিতে টানের মতো সমস্যা বাড়ে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy