ভালোবাসা যে সম্পর্কের অন্যতম মূলধন। কিন্তু অনেক সম্পর্কে দুজনের ভালোবাসার তারতম্য দেখা যায়। কেউ ভালোবাসার বিপুল স্রোতে ভেসে যান। আবার কেউ সন্তর্পনে সমস্ত আবেগের ছোঁয়াচ বাঁচিয়ে চলার চেষ্টা করেন। এমন অবস্থায় যিনি সঙ্গীর প্রতি ভালোবাসা উজার করে দিলেন, তার অস্তিত্বসঙ্কট হতে পারে। আর এমন অনুভূতি তখনই হবে, যখন সঙ্গী আপনাকে কম গুরুত্ব দেবে।
মানুষের মন বোঝা তো সহজ নয়। কিন্তু কয়েকটি লক্ষণ রয়েছে, যেগুলো দেখলে এই বিষয়টি বুঝতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে সেই লক্ষণগুলো—
শুধুমাত্র দরকারি কথা বলা: প্রেমের সম্পর্কে আছেন মানেই সব সময় কাছাকাছি থাকতে হবে কিংবা দিনভর গল্প করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু শুধুমাত্র কোনো দরকার পড়লে সঙ্গীকে মনে পড়ে, সেটাও কোনো কাজের কথা নয়। ব্যস্ততার দোহাই দিয়ে কি সঙ্গী কথা বলা এড়িয়ে যাচ্ছেন? তা হলে একবার একটু তলিয়ে ভেবে দেখতে পারেন, যে আপনার গুরুত্ব তার কাছে ঠিক কতটা। তবে নিজের মতো কিছু ভেবে না নিয়ে বরং কথা বলে নেয়াই ভাল।
দেখা করার পরিকল্পনা ভেস্তে দেয়া: বিশেষ কোনো উৎসব হোক কিংবা এমনি কোনো দিন, দু’জনে একসঙ্গে কোথাও যাবেন বলে ঠিক করে রেখেছেন। হঠাৎ করে শেষ মুহূর্তে জরুরি কাজ পড়ে গিয়েছে বলে কি সঙ্গী প্রায়ই পরিকল্পনা বাতিল করে দেন? বার বার এমন হলে এ বার বিষয়টি নিয়ে ভাবনার সময় এসেছে। তবে দূর থেকে শুধু ভুল বোঝাবুঝি বাড়ে, সমাধান কিছু হয় না। হতেই পারে, সঙ্গত কোনো কারণেই পরিকল্পনাটি বাতিল করেছেন তিনি।
আপনার বলা কথা ভুলে যাওয়া: দু’জনে একসঙ্গে কাটানোর মুহূর্তগুলো আপনার ভালো থাকার রসদ হলেও, সঙ্গী কি সেই মুহূর্তগুলো মনে রাখেন না? অল্প সময়ের মধ্যেই সেসব ভুলে যান? ওই মুহূর্তগুলো আপনার কাছে যতটা দামি, উল্টো দিকের মানুষটির কাছে সেই মুহূর্তগুলোর কোনো গুরুত্ব নেই? সে ক্ষেত্রে খারাপ লাগতেই পারে। এমনকি, মনে অন্য কোনো ভাবনা আসাও স্বাভাবিক। এ ক্ষেত্রে খুব ভাল হয় যদি সঙ্গীর সঙ্গে সোজাসুজি কথা বলে নেয়া যায়।