সঙ্গীর সঙ্গে বন্ধন মজবুত করতে আপনার যা যা করণীয়, দেখেনিন একঝলকে

একই ছাদের নিচে থাকলেও সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় অনেক সময়। পারিপার্শ্বিক কাজের চাপ এবং মানসিক চাপের কারণে এমনটা হওয়ায় স্বাভাবিক। তাই সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়াতে দুজন দুজনকে কিছু সময় দেওয়া উচিত। কিছু উপায়ে একে অপরের সঙ্গে ভালো কাটাতে পারেন।

১. মোবাইল দূরে রাখুন। সারা দিন কী করলেন; কীভাবে দিনটি কাটলো এ নিয়ে দুজনে কথা বলুন। ৩০ মিনিট এ নিয়ে কথা বললেও সঙ্গীর সঙ্গে যোগাযোগ উন্নতি হবে। একইসঙ্গে দুজনের মধ্যে বোঝাপড়াও শক্তিশালী হবে।

২. দুজনে মিলে নতুন কোনো কাজে হাত দিন। কোনো শখের কাজ একসঙ্গে করতে পারেন। আবার একসঙ্গে ব্যায়াম করা, বাইকিং, পেইন্টিং করা, গান শোনা এগুলো করতে পারেন। অর্থাৎ দুজনে মিলে মজা করা।

৩. ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করতে পারেন। এটি হতে পারে অর্থনৈতিক পরিকল্পনা বা পারিবারিক কোনো বিষয় নিয়ে পরিকল্পনা হতে পারে। দুজনে মিলে সিদ্ধান্ত নিলে কাজটি অনেক ফলপ্রসূ হয়।

৪. একে অপরকে চমকে দিতে পারেন। এতে সম্পর্কটা চাঙ্গা হয়ে উঠবে। মাঝেমধ্যে কোনো উপহার দিয়ে চমকে দিতে পারেন আবার। আবার দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy