সকালে উঠেই দুধ চা পানে শরীরে যে সমস্যা হতে পারে আপনার

দোকানে গিয়েই আমরা সচরাচর বলি, ‘মামা দুধ চিনি কড়া করে এক কাপ চা দিয়েন তো’। কারোর বা আবার পছন্দ লাল চা। তবে অনেকেই মনে করেন, চায়ে দুধ চিনি না মেশালে সেটাকে শতভাগ চা বলায় যায় না।

সম্প্রতি হেল লাইন ডট কম এক প্রতিবেদনে জানায়, সকলের প্রিয় এই পানীয় নিয়ে কিছু তথ্য। নিচে সেগুলো তুলে ধরা হলো।

কেউ বা যদি ভুল করে এক দিন চায়ে দুধ না দিলেন, দিনটাই যেন কালচে দেখাতে শুরু করে। কিন্তু রোজ সকালের এই সাধের পানীয় কি যত্ন নিচ্ছে শরীরেরও?

জেনে নিন সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেলে কী হয়?

অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বায়ু জমতে পারে সহজে। তার থেকে পেট ব্যথা হতে পারে।
খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসারও হতে পারে।
চায়ে থাকে ট্যানিন। চা দুধের সাথে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।
দুধ চা রোজ খালি পেটে খেলে হজমের সমস্যাও হতে পারে।
পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।
সারাদিন বার বার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy