একটি গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ অভিভাবকই তাদের শিশুকে বাঁ কোলে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ‘জার্নাল অব নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেইভিয়োরাল’-এ প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ।
জার্মানির একটি গবেষণায় ৪০টিরও বেশি গবেষণার ফলাফল পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, ৬৬ থেকে ৭২ শতাংশ মানুষ তাদের সন্তানকে বাঁ হাত দিয়ে আগলে রাখেন। এমনকি যারা ডানহাতি, তাদের ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায়। এর প্রধান কারণ হলো, শিশুকে বাঁ কোলে রাখলে ডান হাত উন্মুক্ত থাকে, যা দিয়ে অন্য কাজ করা সহজ হয়। ৭০ থেকে ৯৫ শতাংশ মানুষ যেহেতু ডানহাতি, তাই এই সুবিধা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, ৭৩ শতাংশ নারী এবং ৬৪ শতাংশ পুরুষ এই কারণে বাঁ কোলে শিশুকে নেন।
১৯৯৬ সালের একটি গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যদি মায়েরা শিশুকে দাঁড় করানো অবস্থায় বাঁ পাশে কোলে নেন, তাহলে মায়ের মস্তিষ্কে এক ধরনের সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই সংবেদন শিশুর মস্তিষ্কের ডান দিকে প্রভাব ফেলে, যা শিশুর কথা বলা শুরু করতে সাহায্য করে।
এছাড়াও, শিশুকে বাঁ কোলে রাখার অন্যতম প্রধান কারণ হলো, শিশু মায়ের হৃদস্পন্দনের খুব কাছাকাছি থাকে। মায়ের হৃদস্পন্দনের শব্দ শিশুর কাছে অত্যন্ত আরামদায়ক এবং এটি তাদের মানসিক শান্তিতে সাহায্য করে। মায়ের হৃদস্পন্দনের পরিচিত শব্দ শুনে শিশুরা নিরাপদ ও সুরক্ষিত বোধ করে। এই গবেষণাগুলো থেকে বোঝা যায়, শিশুর যত্ন ও বিকাশে বাঁ কোলে রাখার অভ্যাসটির পেছনে গভীর সম্পর্ক রয়েছে।