অনেকেই রুপার গয়না নিয়মিত ব্যবহার করে থাকেন। তবে কিছুদিন নিয়মিত পড়ে থাকলেই রুপা হারাতে আরম্ভ করে তার নিজস্ব জেল্লা। অনেকেই ভেবে থাকেন, বোধ হয় তার ব্যবহৃত গয়নার রুপা ভালো নয় বা নকল! বিষয়টি কিন্তু ঠিক নয়।
আর এ নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই! জানেন কি, হাতের কাছে থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করেই আপনার সাধের রুপার জিনিসের চকচকে ভাব ফিরিয়ে নিয়ে আসা সম্ভব? জেনে নিন এই সমস্যা সমাধানের উপায়-
> একটি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তা রুপার গয়নায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর নরম কোনো কাপড়ে ঘষে ঘষে মুছে নিন।
> জল আর বেকিং সোডা মিশিয়ে গাঢ় পেস্ট বানিয়ে নিন৷ তারপর সেই মিশ্রণ রুপার গায়ে লাগিয়ে বেশ খানিকক্ষণ রাখুন। নরম কাপড়ে ঘষে ঘষে মুছে ফেলুন।
> আধা কাপ ভিনেগার আর এক কাপ জল ফুটিয়ে নিন। ফুটন্ত জলে রুপার গয়না ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তুলে মুছে নিলেই রুপা ফের ঝলমলিয়ে উঠবে।
> পেপার টাওয়েল বা কিচেন টাওয়েলে পর্যাপ্ত পরিমাণ টমেটো কেচাপ ঢালুন। সেটা দিয়ে আপনার বাসন মাজার স্পঞ্জ দিয়ে গয়না ঘষে ঘষে মুছে দেখুন। সব কালো দাগ ভ্যানিশ হয়ে যাবে৷ তারপর গয়নাটা ধুয়ে নিন ভালো করে।