মেয়াদ উত্তীর্ণ মেকআপ সামগ্রী পুনরায় ব্যবহারের কিছু উপা

মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া প্রসাধনী ফেলে না দিয়ে কিছু ভিন্ন উপায়ে সেগুলোকে কাজে লাগানো যেতে পারে:

আইশ্যাডো: অনেক সময় হরেক রঙের আইশ্যাডো কেনা হলেও কিছু নির্দিষ্ট রংই বেশি ব্যবহার করা হয়। ফলে বাকি আইশ্যাডোগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ আইশ্যাডোর গুঁড়ো স্বচ্ছ নেলপলিশের সঙ্গে মিশিয়ে নতুন রঙের নেলপলিশ তৈরি করে নিতে পারেন।

মাসকারা: মাসকারা নিয়মিত ব্যবহার না করলে শুকিয়ে যায়। মাসকারা ব্যবহারযোগ্য না থাকলেও এর ব্রাশটি কাজে লাগানো যেতে পারে। ব্রাশটি ভালো করে ধুয়ে নিয়ে ভ্রু আঁকার জন্য ব্যবহার করতে পারেন।

লিপস্টিক: অনেক নারীর কাছে নানা রঙের লিপস্টিক সংগ্রহ করার শখ থাকে। কিন্তু অনেক সময় লিপস্টিক গলে গেলে বা ভেঙে গেলে তা ব্যবহার করা যায় না। এমন ক্ষেত্রে লিপস্টিকের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে একটি পাত্রে রেখে দিলে তা দিয়ে ঘরোয়া ‘লিপ বাম’ তৈরি হয়ে যাবে।

ফেস অয়েল: মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ফেস অয়েল ব্যবহার করে একটি স্ক্রাবার তৈরি করা যেতে পারে। তেলের সঙ্গে চিনি মিশিয়ে এই স্ক্রাবটি হাতের কনুই অথবা গোড়ালি পরিষ্কার করার জন্য ব্যবহার করা যেতে পারে।

কন্ডিশনার: মেয়াদ উত্তীর্ণ কন্ডিশনার ফেলে দেবেন না। এটি গায়ের রোম পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারেন। এতে ত্বক নরম ও মোলায়েম থাকবে।

লিপ বাম: পুরোনো লিপ বাম ঠোঁটে ব্যবহার করতে না চাইলে তা ফাটা পায়ে ব্যবহার করতে পারেন। এতে পা নরম থাকবে।

টোনার: মেয়াদ উত্তীর্ণ ফেস টোনার দিয়ে আপনি মোবাইল, আয়না বা যেকোনো কাচের সামগ্রী পরিষ্কার করে নিতে পারেন।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করলে মেয়াদ উত্তীর্ণ মেকআপ সামগ্রী ফেলে দিতে হবে না। এতে অর্থের অপচয়ও বন্ধ হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy