মা-বাবা এবং পরিবারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সন্তানদের সাফল্য নিশ্চিত করে, গবেষণা

মা-বাবা এবং পরিবার সম্পর্কে ইতিবাচক ধারণা রেখে বেড়ে ওঠা কিশোর-কিশোরীরা ব্যক্তিগত জীবনে ‘বেশি সফলতা’ লাভ করে। লন্ডনের কিংস কলেজ এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকেরা ২ হাজারের বেশি তরুণ-তরুণীর ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য দিয়েছেন।

ওই গবেষণায় বলা হয়েছে, সন্তানদের পরিবারের আসল অবস্থা কী, তার সঙ্গে সফলতার খুব একটা সম্পর্ক নেই। বরং তারা মা-বাবা সম্পর্কে কী ভাবছে সেটি খুব গুরুত্বপূর্ণ।

একই দম্পতির একই লিঙ্গের যমজ সন্তানদের নিয়ে এই গবেষণাটি করা হয়েছে। দেখা গেছে, পরিবার সম্পর্কে দুই রকম ধারণা রাখা সন্তানদের ভবিষ্যৎ জীবনে পার্থক্য থাকছে।

কিশোর বয়সে যে ছেলে-মেয়ে নিজের বাবা-মাকে সফল মনে করে, সৎ ভাবে তাদের উচ্চশিক্ষার সম্ভাবনা বেশি থাকে। ভালো চাকরিও তারা বেশি পায়। অপরাধ প্রবণতা কম থাকে। মানসিকভাবে দৃঢ় হয়।

যমজ শিশুদের বয়স যখন ১২ বছর তখন থেকে তাদের মন্তব্য নোট করেন গবেষকেরা। ১৮ বছর পার হওয়ার পর দেখা গেছে, তারাই বেশি সফল হচ্ছে যারা পরিবারকে ভালো মনে করেছিল।

অধ্যাপক ক্যান্ডিস ওডগার্স প্রতিবেদনে বলেছেন, ‘শিশুদের শারীরিক বিকাশ এবং সফলতার পেছনে আর্থিক সচ্ছলতা যেকোনো সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ধরা হয়। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে পরিবার সম্পর্কে সন্তানেরা কী ভাবছে সেটি তাদের সফলতার জন্য একটি ব্যাপার। ’

‘আমরা দেখেছি একই সুযোগ-সুবিধায় দুই রকম ধারণা নিয়ে বেড়ে ওঠা ভাই-বোন একই রকম সফলতা অর্জন করতে পারে না। তাদের ভাবনাটাই পার্থক্য গড়ে দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy