মেকআপের একটি গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক উপাদান হলো ফাউন্ডেশন। তবে এই প্রসাধনীটি নির্বাচন করার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। কেউ হয়তো ত্বকের রঙের চেয়ে হালকা বা গাঢ় শেডের ফাউন্ডেশন কিনে ফেলেন। মেকআপ করার সময় দেখা যায় মুখ, হাত ও গলার রঙের চেয়ে বেশি সাদাটে বা কালো দেখাচ্ছে। এমন সমস্যায় প্রায় সব নারীই সম্মুখীন হন।
আসলে, ফাউন্ডেশন মুখের সব ধরনের রঙের দাগ ঢাকতে সাহায্য করে। তাই ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন বাছাই করে ব্যবহার করা উচিত। অন্যথায়, আপনার অর্থ নষ্ট হবে এবং মেকআপও দেখতে ভালো লাগবে না। সুতরাং, ফাউন্ডেশন কেনার আগে জেনে নেওয়া যাক, আপনার স্কিনটোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন কেমন হওয়া উচিত:
অনেকেই মনে করেন ফাউন্ডেশন ত্বকের রঙের চেয়ে বেশি উজ্জ্বল হওয়া উচিত, যা একটি ভুল ধারণা। কখনোই নিজেকে আরও ফর্সা দেখাতে ফাউন্ডেশন ব্যবহার করবেন না। সব সময় দিনের আলোয় ফাউন্ডেশন কিনুন। প্রথমে এক শেড হালকা ফাউন্ডেশন থুতনি থেকে চোয়াল পর্যন্ত লাগান। এরপর সেটি সারা মুখে ভালোভাবে মিশিয়ে দিন। এবার এক শেড গাঢ় ফাউন্ডেশন একইভাবে ব্যবহার করুন। যে ফাউন্ডেশনটি সুন্দরভাবে আপনার মুখের ত্বকের সাথে মিশে যাবে, সেটাই হবে আপনার পারফেক্ট শেড।
বিউটি এক্সপার্টদের মতে, ফাউন্ডেশন কেনার সময় অবশ্যই হলদে টোনের ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত। এর কারণ হলো, ভারতীয় নারীদের ত্বক ফর্সা হোক বা শ্যামলা, তাদের ত্বকে একটি হলদেটে আন্ডারটোন বা আভা থাকে। যদি গোলাপি, পিচ বা সাদা শেডের ফাউন্ডেশন বেছে নেওয়া হয়, তবে তা ত্বকের সাথে সহজে মিশবে না। ফলে ত্বক সাদাটে দেখাবে।
বাজারে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন পাওয়া যায়, যেমন – মুজ, লিকুইড, ক্রিম, পাউডার ইত্যাদি। আপনার ত্বকের জন্য কোনটি উপযুক্ত, তা আপনাকেই বুঝে নিতে হবে।
যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে অবশ্যই ক্রিমি লিকুইড বা মুজ ফাউন্ডেশন বেছে নিন। যেহেতু আপনার ত্বক শুষ্ক, তাই ডিউই এবং উজ্জ্বল দেখাবে এমন ফাউন্ডেশন নির্বাচন করা উচিত।
শুষ্ক ত্বকের জন্য যা ভালো, তা অবশ্যই তৈলাক্ত ত্বকের জন্য ভালো হবে না। তাই যাদের ত্বক তৈলাক্ত, তাদের উচিত ম্যাট বা অয়েল অ্যাবজরবিং ফাউন্ডেশন ব্যবহার করা। অর্থাৎ, যে ফাউন্ডেশন আপনার ত্বককে বেশি তেলতেলে দেখাবে না এবং অতিরিক্ত তেল শুষে নেবে।
ফাউন্ডেশন কেনার সময় দেখে নেওয়া উচিত, সেটি সিলিকা বেসড কিনা। কারণ সিলিকা অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকে ম্যাট ফিনিশ দেয়। সেনসিটিভ ও মিক্সড ত্বক যাদের, তারাও এই ধরনের ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।