বাড়ি বানিয়েছেন বাস্তু শাস্ত্র মেনে, তাই সেই মতোই পুজোর ঘর, রান্নাঘর ও বাথরুম সব কিছু বাস্তু অনুযায়ী বানিয়েছেন বাড়ির নির্দিষ্ট জায়গায়। তবে জানেন কি বাড়িতে শান্তি বজায় রাখার পাশাপাশি অন্ন ও ধন সম্পত্তির যাতে বাড় বাড়ন্ত থাকে তার জন্য বাস্তু মেনে বাড়ির নির্দিষ্ট জায়গায় তৈরি করতে হবে ডাইনিং রুম। তবে শুধু নির্দিষ্ট দিকে ডাইনিং রুম রাখাই শেষ কথা নয়। বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে অবশ্যই মেনে চলুন এই সব টিপস।
- নতুন ফ্ল্যাট হোক কিংবা বাড়ি চেষ্টা করুন বাড়ির পূর্ব, দক্ষিণ কিংবা পশ্চিম দিকে তৈরি করুন ডাইনিং রুম। এই তিনটির মধ্যে আপনার সুবিধেমতো কোনও একটি দিক বেছে নিন।
- আজকাল অনেকেই বাড়ির দেওয়ালে থিম পেন্টিং করতে ভালবাসেন। তবে ডাইনিং রুমের দেওয়ালে যদি গোলাপিু বা কমলা রঙ ব্যবহার করেন তাতে ফল হবে ভাল। এই দু’টো ডাইনিং রুমের জন্য বেশ শুভ।
- রাউন্ড ডাইনিং টেবিল রাখবেন না। বাস্তু মতে এটা শুভ নয় এবং বাস্তবে দেখতে গেলে এই আকারের টেবিলে বাড়ির সবাই একসঙ্গে বসে খেতে পারবেন না।
- আজকাল জায়গার অভাবেই হোক কিংবা পছন্দের কারণে ওপেন কিচেন রাখেন। এ ক্ষেত্রে রান্নাঘরের একেবারে সামনের দিকে ডাইনিং টেবিল রাখবেন না। এতে পরিবারের শান্তিু নষ্ট হতে পারে।
- বাড়ি বা ফ্ল্যাটের দরজার সামনাসামনি খাবারের টেবিল রাখবেন না। এমনটা করলে বাইরের লোকের নজর আপনার খাবারে পড়তে পারে। যা বাস্তু শাস্ত্র মতে শুভ না। কারণ এতে আপনার খাবারে বাইরের লোকের নজর পড়তে পড়ে।
- ডাইনিং টেবিল দেওয়ালের সঙ্গে সাটিয়ে রাখবেন না। বরং ঘরের মাঝামাঝি রাখুন যাতে সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারেন। সবাই মিলে এক সঙ্গে খাওয়ার অভ্যেস পরিবারের জন্য খুব ভাল, ভীষণ শুভ।
- জায়গার যতই অভাব থাকুক না কেন ভুল করেও বাথরুমের দেওয়ালের সঙ্গে ডাইনিং টেবিল সাটিয়ে রাখবেন না। বাস্তু মতে এটা একেবারেই শুভ নয়।
- ডাইনিং টেবিল এমনভাবে সাজিয়ে রাখুন বা এমন শোপিস ব্যবহার করুন যেগুলো মা অন্নপূর্ণার প্রতিক। এর ফলে ঘরে কখনই অন্নের অভাব হবে না।
- ডাইনিং রুম সাজাতে চাইলে মন ভাল করা নানা রকমের আনন্দের বিষয় নিয়ে করা পেন্টিং ব্যবহার করতে পারেন। এটা খুবই শুভ।
- বাস্তু মতে ঘরে ডাইনিং রুমের উত্তরে কিংবা পূর্ব দিকের দেওয়ালে আয়না লাগাতে পারেন। বাস্তু অনুযায়ী অন্ন ও ধন সম্পত্তি বৃদ্ধির জন্য এটা খুবই শুভ।