বাবা নয়, বাচ্চার বুদ্ধির আসল মালিক মা? বিজ্ঞানের নতুন তথ্যে তোলপাড় বিশ্ব

সন্তানের মেধা কার থেকে আসে—বাবা নাকি মা? এই চিরন্তন বিতর্ক শেষ করতে বড়সড় তথ্য দিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক জেনেটিক গবেষণায় দাবি করা হয়েছে, শিশুর বুদ্ধিমত্তার জন্য দায়ী ‘ইন্টেলিজেন্স জিন’ মূলত মায়ের শরীর থেকেই আসে। মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বাহক জিনগুলো থাকে ‘এক্স’ (X) ক্রোমোজোমে, আর মায়েদের শরীরে দুটি এক্স ক্রোমোজোম থাকে বলেই এই সম্ভাব্যতা দ্বিগুণ হয়ে যায়।

গবেষণা বলছে, বাবার জিন থেকেও বুদ্ধিমত্তা স্থানান্তরিত হতে পারে, তবে অনেক ক্ষেত্রে সেগুলো সুপ্ত অবস্থায় থাকে। বিজ্ঞানীদের মতে, শুধুমাত্র জিন নয়, মায়ের সাথে সন্তানের যে আবেগীয় বন্ধন বা ‘ইমোশনাল বন্ডিং’ তৈরি হয়, তাও শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিশেষজ্ঞরা এও মনে করিয়ে দিয়েছেন যে, বংশগতির পাশাপাশি সঠিক পরিবেশ, পুষ্টি এবং শিক্ষা শিশুর সামগ্রিক বুদ্ধিমত্তার বিকাশে অপরিহার্য। তাই আপনার সন্তানকে মেধাবী করে তুলতে মায়েদের যত্নের কোনো বিকল্প নেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy