বয়স থমকে যাবে এক নিমেষেই! হেঁশেলের এই উপাদানেই লুকিয়ে চিরযৌবনের আসল রহস্য

ত্বকের উজ্জ্বলতা আর টানটান ভাব ধরে রাখতে আমরা কত কিছুই না করি! কিন্তু আপনি কি জানেন, আপনার রান্নাঘরে থাকা সাধারণ ‘কফি’ বা ‘মধু’ হতে পারে ত্বকের বয়স কমানোর অব্যর্থ দাওয়াই? চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বাজারচলতি দামী অ্যান্টি-এজিং ক্রিমের চেয়ে প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অনেক বেশি স্থায়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।

বিশেষজ্ঞদের দাবি, কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের মরা কোশ দূর করে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়, যা বলিরেখা রুখতে সাহায্য করে। অন্যদিকে, মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। প্রতিদিন মাত্র ১০ মিনিট এই ঘরোয়া প্যাক ব্যবহার করলে ত্বকের কালচে ছোপ দূর হয় এবং ত্বক দেখায় সজীব ও তরুণ। কোনো কেমিক্যাল নয়, বরং প্রকৃতির ওপর ভরসা করেই আপনি ধরে রাখতে পারেন আপনার চিরযৌবন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy