প্রেসার কুকার নুতুন কিনবেন ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

আজকাল রান্নাঘরের অনেক কাজকে সহজ করে দিচ্ছে প্রেসার কুকার। মাংস হোক বা ডাল, বহু খাবার চটজলদি রান্না করে নেয়া যায় প্রেসার কুকারে। সংসারের দৈনন্দিন জিনিসের মধ্যে এটিও একটি। বিশেষত বাড়িতে শিশু থাকলে, প্রেশার কুকার বেশি কাজে লাগে।
আর তাই নতুন প্রেসার কুকার কেনার আগে জেনে নিন জরুরি কিছু বিষয়।

গুণমান: প্রেশার কুকার অ্যালুমিনিয়াম এবং স্টিল, ২ ধরনেরই হয়। অ্যালুমিনিয়াম হালকা। তবে, স্টিল বেশি মজবুত। অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারের দাম তুলনায় কম। অন্য দিকে, স্টিলের প্রেশার কুকারের দাম বেশি হলেও, তার স্থায়িত্ব বেশি। তাই প্রয়োজন, খরচ বুঝে জিনিস কিনুন।

আকার: বাড়ির সদস্য সংখ্যা কত, সেটা বুঝে প্রেশার কুকার কিনুন। প্রেশার কুকার যদি শুধু বাচ্চার রান্নার জন্য ব্যবহার হয়, তাহলে ছোট্ট কেনা ভালো। কারণ, ধুতে এবং ব্যবহারে সুবিধা হবে। আবার ২ জন সদস্যের পরিবারে খুব বড় আকারের প্রেশার কুকার কিনলে, রান্নায় অসুবিধা। ৩-৫ লিটারের প্রেসার কুকারে মোটামুটি ২-৩ জনের রান্না হয়ে যাবে।

ইলেক্ট্রিক: ইলেক্ট্রিক প্রেশার কুকারও পাওয়া যায়। এতে আগুন ব্যবহারের ঝামেলা নেই। বিদ্যুতেই চলে। প্রয়োজন মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। স্বয়ংক্রিয় ভাবেও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। আগুনে বসিয়ে রান্না করলে সুবিধা, না কি ইলেক্ট্রিক প্রেশার কুকারে রান্নায় সুবিধা হবে, তা বুঝে নেয়া দরকার।

ইন্ডাকশনে চলে কি? এখন শুধু গ্যাস নয়, ইন্ডাকশন ওভেনেও রান্না হয়। এমন প্রেশার কুকার পাওয়া যায়, যেখানে আগুন এবং ইন্ডাকশন ওভেন, ২ মাধ্যমেই রান্না করা সম্ভব। এই ধরনের প্রেশার কুকারের নীচের অসংখ্য গোল গোল চিহ্ন থাকে। এই ধরনের প্রেশার কুকার কিনলে কাজের সুবিধা হবে।

নিরাপত্তা: প্রেসার কুকারের নিরাপত্তার বিষয়টি খুব জরুরি। মুহূর্তের অসাবধানতায় প্রেসার কুকার ফেটে বিপদ হতে পারে। এমন দুর্ঘটনা এড়ানোর জন্য বিভিন্ন সংস্থার প্রেশার কুকারে বিভিন্ন রকম সুবিধা থাকে। সুতরাং কেনার আগে দেখে এবং জেনে নিন আপনার প্রেশার কুকারে কী কী সুবিধা থাকছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy