নারীর প্রসাধন বাক্সে লিপস্টিক থাকবে না, এমনটা ভাবাই যায় না। যে খুব একটা সাজগোজ করেন না, তার সংগ্রহেও অন্তত একটি প্রিয় শেডের লিপস্টিক থাকেই। কিন্তু সাজতে গিয়ে যদি দেখেন পছন্দের সেই লিপস্টিকটির মাথা ভেঙে গেছে, তবে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। অসাবধানতা ছাড়াও অতিরিক্ত গরম বা তাপমাত্রার কারণে অনেক সময় লিপস্টিক গলে বা ভেঙে যায়।
তবে প্রিয় লিপস্টিকটি ফেলে দেওয়ার দিন শেষ! খুব সহজেই ঘরে বসে আপনি আপনার ভাঙা লিপস্টিককে নতুনের মতো জোড়া লাগিয়ে নিতে পারেন। জেনে নিন তার দুটি সহজ পদ্ধতি:
পদ্ধতি ১: লাইটারের সাহায্যে জোড়া লাগানো
১. প্রথমে লিপস্টিকের ভাঙা অংশটি একটি টিস্যু পেপারের ওপর রেখে ১০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখুন। এতে নরম অংশটি শক্ত হয়ে যাবে। ২. এবার লিপস্টিকের কেস বা টিউবে থাকা অবশিষ্ট গোড়ার দিকে একটি লাইটার দিয়ে হালকা তাপ দিন। ৩. আগুনের তাপে লিপস্টিকটি কিছুটা গলতে শুরু করলে দ্রুত ফ্রিজ থেকে বের করা ভাঙা অংশটি তার ওপর বসিয়ে দিন। ৪. হালকা চেপে জোড়া লাগিয়ে নিয়ে আবার কিছুটা তাপ দিন যাতে দুটো অংশ ভালোভাবে মিশে যায়। ৫. এবার লিপস্টিকটি সোজা করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার ১০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। বের করার পর দেখবেন তা আগের মতোই শক্ত ও নতুন হয়ে গেছে!
পদ্ধতি ২: স্টাইলিশ কৌটোয় লিপস্টিক প্যালেট
যদি লিপস্টিক এমনভাবে ভেঙে চুরমার হয়ে যায় যে আর টিউবে রাখা সম্ভব নয়, তবে এই পদ্ধতিটি সেরা: ১. একটি বড় চামচে লিপস্টিকের সবটুকু অংশ নিন। ২. মোমবাতি বা গ্যাসের আগুনের ওপর চামচটি ধরুন যতক্ষণ না লিপস্টিক পুরোপুরি গলে তরল হয়ে যায়। ৩. এবার একটি পরিষ্কার ছোট খালি কৌটোয় (লিপ বামের কৌটো হতে পারে) তরলটি সাবধানে ঢেলে দিন। ৪. ঠান্ডা হলে এটি জমাট বেঁধে যাবে। এরপর লিপ ব্রাশ বা আঙুলের সাহায্যে এটি লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন।
লিপস্টিক দীর্ঘদিন ভালো রাখার টিপস:
ফ্রিজে সংরক্ষণ: অতিরিক্ত গরমে বা ভ্যাপসা আবহাওয়ায় লিপস্টিক গলে যাওয়ার ভয় থাকে। তাই গরমের সময় ড্রেসিং টেবিলের বদলে লিপস্টিক ফ্রিজে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সরাসরি রোদ থেকে দূরে: কড়া রোদে বা জানালার পাশে যেখানে সরাসরি তাপ লাগে, সেখানে লিপস্টিক রাখবেন না।