বিচ্ছেদ বা ব্রেকআপ মানেই যে দুই জন মানুষের পথ চিরতরে আলাদা হয়ে যাবে, এমনটা নাও হতে পারে। আধুনিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পরিণত মানসিকতা আর সঠিক পদক্ষেপ থাকলে বিচ্ছেদের তিক্ততা কাটিয়ে প্রাক্তনের সঙ্গে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন ধৈর্য এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ।
বিশেষজ্ঞদের পরামর্শ, ব্রেকআপের ঠিক পরেই বন্ধুত্বের চেষ্টা করবেন না। একে অপরকে কিছুটা সময় (No Contact Period) দিন যাতে পুরনো ক্ষোভ মুছে যায়। যখন আপনারা একে অপরের ব্যক্তিগত জীবনে নাক না গলিয়ে সুস্থভাবে কথা বলতে পারবেন, তখনই বন্ধুত্বের কথা ভাবুন। মনে রাখবেন, পুরনো প্রেমের স্মৃতি টেনে আনা বা অধিকার বোধ দেখানো বন্ধুত্বের পথে বাধা হতে পারে। যদি দুই পক্ষই একে অপরকে কেবল মানুষ হিসেবে সম্মান করতে পারেন, তবেই এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। বিচ্ছেদকে তিক্ত না করে সম্মানের সঙ্গে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকাটাই আসল সার্থকতা।