পাকা চুল ঢাকতে মেহেদি অথবা রং, কোনটি বেশি দীর্ঘস্থায়ী? জানুন বিস্তারিত

পাকা চুল ঢাকতে অনেকেই চুল কালো বা অন্য রঙে রাঙাতে চান। কিন্তু কোন রং করবেন বুঝতে পারেন না। হাতের কাছে অবশ্য রাস্তা বলতে দুটিই—হেনা বা মেহেদি এবং চুলের রং।
একেক জনের চুলের ওপর নির্ভর করে, তিনি কোনটি ব্যবহার করতে পারেন। কারো জন্য চুলের রং ভালো। কারো জন্য আবার মেহেদি ভালো। আপনার জন্য কোনটি ভালো? এই দুটির সুবিধা এবং অসুবিধা কী কী জেনে নিন।

মেহেদির সুবিধা

মেয়েদের চুলের পরিচর্যায় মেহেদি বা হেনা দীর্ঘ দিন ধরে ব্যবহার হচ্ছে। চুলে স্বাভাবিক কালো রং ফিরিয়ে আনতে মেহেদি বা হেনা মাখার প্রচলন তো আছেই, তা ছাড়া চুল সুস্থ ও মজবুত করতেও হেনা খুবই কাজের। চুলে বাড়তি ঔজ্জ্বল্য এনে দেয় হেনা। সহজে এর রং উঠেও যায় না।

মেহেদির অসুবিধা

চুলে নানা ধরনের রং চাইলে হেনা ব্যবহার করা যাবে না। তা ছাড়া যদি কালো মেহেন্দি জাতীয় জিনিস ব্যবহার করেন, তা হলে তাতে কোকো প্রাকৃতিক গুণও থাকবে না। তা ছাড়া নিয়মিত হেনা ব্যবহার করলে চুল শুষ্কও হয়ে যায়।

প্যাকেটের রঙের সুবিধা

ইচ্ছেমতো চুলে রং করতে খুবই সুবিধার কেমিক্যাল ডাই। হেনা ব্যবহার পরিশ্রম লাগে। কেমিক্যাল ডাই অনেক সহজেই করা যায়। এতে নানা ধরনের কালার থাকে। সেটিও সুবিধার।

প্যাকেটের রঙের অসুবিধা

কেমিক্যাল ডাই থেকে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া অথবা অ্যালার্জি হতে পারে। ঘন ঘন চুলের রং ব্যবহার করলে কিউটিকল ভাঙতে থাকে। তাতে চুলের মান খারাপ হয়। তা ছাড়া এই রং ব্যবহার করলে খরচও বেশি।

আপনার পছন্দ অনুযায়ী, আপনি চুলে মেহেদি নাকি রং করবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখবেন, আপাতভাবে যা আপনার পছন্দ, তাতে কোনো ত্বকের সমস্যা হতে পারে। তাই এই দুটির কোনোটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy