নিয়মিত যেসব কাজে ঘর থাকবে পরিষ্কার ,এড়িয়ে গেলে করবনে মিস

সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরদোর। সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরে শান্তি মনে হয়, কিন্তু সেটিই যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরেও ভালো লাগে না।

বর্তমান সময়ের কর্মব্যস্ততার কারণে চাইলেও নিয়মিত ঘরবাড়ি একদম টিপটপ পরিষ্কার রাখা সম্ভব হয় না। এ ছাড়া অফিস শেষে প্রতিদিন সবকিছু গুছিয়ে রাখাও সম্ভব হয় না। দেখা যায় ছুটির একটা দিন কোথা থেকে গোছাবেন, বুঝে উঠতে পারেন না।

তবে এমন কিছু ছোটখাট কাজ আছে যা নিয়মিত করলে বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি গুছিয়েও রাখা যায়। নিয়মিত এসব কাজে ঘর পরিষ্কার থাকে আবার কাজ ও জমে থাকে না।

১) বাড়িতেই এমন একটি হোম ক্লিনার তৈরি করে নিন, যা দিয়ে ঘরের টুকিটাকি অনেক কিছুই পরিষ্কার করে ফেলা যায়। ভিনেগার, কমলালেবু বা পাতিলেবুর খোসা, বেকিং সোডা দিয়ে সেই ক্লিনার তৈরি করে ফেলুন। সেগুলো দিয়ে জানালা, আয়না, কাঁচের জিনিস সহজেই পরিষ্কার করা যায়।

২) ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে নিন। কাজ থেকে বাড়ি ফিরে বিছানা পরিষ্কার করার আশা না রাখাই ভাল। সারাদিন কাজের পর তখন শরীর অনেক ক্লান্ত থাকে তাই কাজের ইচ্ছাও থাকে না।

৩) রান্না করার পর পরই রান্নাঘর পরিষ্কার করে নিন। খুব বেশি কিছু সম্ভব না হলে চুলা, চুলার আশেপাশের দেয়াল ও মেঝে ক্লিনার দিয়ে মুছে নিন। নোংরা রাখলে পোকার উপদ্রব হওয়ার সম্ভাবনাই বেশি। তা ছাড়া দেরি হলে কিন্তু পরিষ্কার করতে আরও সময় লাগবে এবং হাত ব্যথা হয়ে যাবে।

বায়ু দূষণ থেকে রক্ষা পাওয়ার উপায়বায়ু দূষণ থেকে রক্ষা পাওয়ার উপায়
৪) কাজ থেকে ফিরে শরীর অনেক ক্লান্ত লাগে। তাই খাওয়াদাওয়ার পর জিনিস-পত্র জমিয়ে রাখেন অনেকেই। কিন্তু এটা করা উচিত নয়। এসব থেকে ঘরে দুর্গন্ধের পাশাপাশি পোকার উপদ্রব হতে পারে। তাই ময়লা প্লেট-বাটি ফেলে না রেখে হাতে হাতে ধুয়ে ফেলাই ভালো।

৫) অনেকেই আছেন যারা পুরো সপ্তাহ ধরে ব্যবহার করা পোশাক জমিয়ে রাখেন ছুটির দিন ধোঁয়ার জন্য। এতে করে একসাথে অনেক কাপড় জমে যায়। তাই প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে ফেলা ভালো।

৬) পোশাকের সঙ্গে মানানসই জুতো পরার শখ। কিন্তু তা গুছিয়ে রাখার অভ্যাস নেই। বাড়ির সদর দরজার সামনে যদি কয়েক জোড়া জুতো ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তা হলে ঘরের কিন্তু সৌন্দর্য নষ্ট হবে। তার চেয়ে বাড়ি ফিরে জুতো রাখার নির্দিষ্ট জায়গায় তা গুছিয়ে তুলে রাখুন।

৭) হাতে সময় কম, তাই সারাক্ষণই অনলাইনে কেনাকাটা করেন। জিনিসপত্র বের করে নেওয়ার পর পিচবোর্ডের কার্টনগুলি জমিয়ে রেখে দেন অনেকেই। ফাঁকা বাক্স জমিয়ে রাখলেই কিন্তু ঘর অপরিষ্কার হয়। তাই সেগুলো সাথে সাথেই ফেলে দেয়াই শ্রেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy