সকালের এক কাপ গরম কফি আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে নতুন উদ্যম জোগায়। কিন্তু কফি শুধুমাত্র একটি পানীয় নয়, এটি আমাদের গৃহস্থালি অনেক সমস্যার সমাধানেও দারুণভাবে কাজে আসে। কফির গুঁড়ো বা ব্যবহারের পর পড়ে থাকা কফি দিয়ে কীভাবে দৈনন্দিন জীবনের কিছু কাজ সহজ করা যায়, তা জেনে নেওয়া যাক।
গৃহস্থালি কাজে কফির ব্যবহার
হাতের গন্ধ দূর করতে: রান্না করার পর হাতে মাছ, পেঁয়াজ বা রসুনের গন্ধ লেগে থাকে যা সাবান দিয়েও সহজে যায় না। এমন পরিস্থিতিতে ব্যবহৃত কফির গুঁড়ো হাতের ওপর স্ক্রাবের মতো ব্যবহার করলে গন্ধ দূর হয় এবং হাত নরম থাকে।
গাছের সার হিসেবে: কফি তৈরির পর অবশিষ্ট গুঁড়ো গাছের জন্য দারুণ সার হিসেবে কাজ করে। এতে নাইট্রোজেনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। গোলাপ, পাতাবাহার, বা ক্যামেলিয়া গাছের গোড়ায় এই কফি গুঁড়ো ছড়িয়ে দিলে গাছের স্বাস্থ্য ভালো থাকে।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে: ফ্রিজে রাখা বিভিন্ন খাবারের কারণে অনেক সময় দুর্গন্ধ হয়। এই সমস্যা সমাধানে একটি ছোট কৌটায় কফির গুঁড়ো রেখে কৌটার ঢাকনায় কয়েকটি ছিদ্র করে ফ্রিজে রেখে দিন। কফি সেই দুর্গন্ধ শুষে নেবে।
পিঁপড়া তাড়াতে: কফির গুঁড়ো পিঁপড়া তাড়ানোর এক কার্যকরী উপায়। যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি, সেখানে কফির গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়া আর আসবে না।
বাসন পরিষ্কারে: কফির গুঁড়ো বাসন পরিষ্কারের জন্যও ব্যবহার করা যায়। সাবানের সঙ্গে সামান্য কফি মিশিয়ে বাসন মাজলে দাগ-ছোপ দূর হয়। তবে খেয়াল রাখতে হবে যেন নরম কোনো বাসনে এটি ব্যবহার না করা হয়, কারণ এতে দাগ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
জুতার দুর্গন্ধ দূর করতে: জুতার দুর্গন্ধ দূর করতে একটি কাপড়ে বা পুরনো মোজায় কফির গুঁড়ো ভরে জুতার ভেতর রেখে দিন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে। একইভাবে পুরনো আলমারি বা ট্রাঙ্কের গন্ধ দূর করতেও এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
কফির এই বহুমুখী ব্যবহার শুধু গৃহস্থালির কাজই সহজ করে না, বরং এটি আমাদের পরিবেশবান্ধব জীবনযাত্রায়ও সহায়তা করে।