দিন দিন পাতলা হচ্ছে চোখের ভুরু? চিন্তা নাই ভরাট করতে সাহায্য করবে আমন্ড অয়েল

চোখ ও মুখমণ্ডলকে আরও আকর্ষণীয় করে তুলতে ভ্রুপল্লবের ভুমিকা প্রশ্নাতীত। আর এদিকে মাথার চুল পড়ার মতো চোখের ভুরুও পাতলা হতে শুরু করে তা হলে চিন্তার আর শেষ থাকে না। অনেক সময় নানা রকমের শারীরিক অসুস্থতার কিংবা বয়স বাড়ার কারণেও পাতলা হতে শুরু করে চোখের ভুরু। বিউটি এক্সপার্ট শহনাজ হুসেন জানান অনেক সময় প্রোটিনের অভাব ঘটলেও এই সমস্যা হতে পারে। তাই ডায়েটে যাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এর জন্য নিত্য দিনের খাদ্যতালিকায় স্প্রাউট রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা চোখের ভুরু ভাল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে এভাবে ঘন করতে পারেন চোখে ভুরু-

আমন্ড অয়েল দিয়ে চোখের পরিচর্যা

উপকরণ

আমন্ড অয়েল- ২ চামচ
তুলোর ছোট বল- ২ থেকে ৩ টে
ব্যবহারের বিধি

একটি বাটিতে আমন্ড তেলে ঢেলে নিন।

এবার পুরো মুখ ভাল করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর এবার তুলো দিয়ে দুই ভুরুতে এই আমন্ড অয়েল লাগিয়ে নিন।

সারারাত ভুরুতে এই তেল লাগিয়ে রাখুন। পরের দিন সকালে উঠে তেল পরিষ্কার করে নিন।

ভাল ফল পেতে এটা রোজ করতে পারে। তবে মাথায় রাখবেন তেল লাগানোর আগে অবশ্যই মুখ ভাল করে পরিষ্কার করে নেবেন এবং সকালে উঠেত তেলে ভাল করে মুছে নেবেন। না হলে বাড়তি তেল ধুপলো ময়লার সঙ্গে মিশে মুখে ব্রণ হতে পারে।

আমন্ড অয়েল ও কারি পাতার পেস্ট

উপকরণ

কারি পাতা বাটা- ২ চামচ
বাদাম তেল- ১ চামচ
ব্যবহারের বিধি

প্রথমে একটি পাত্রে তেল ঢালুন। অন্য একটি পাত্রে গরম জলে ঢেলে তাতে কারি পাতা ভিজিয়ে নিন। কিছুক্ষণ পর এর পেস্ট বানিয়ে নিন।

এরপর এই পেস্টে আমন্ডের তেল মিশিয়ে আইব্রোতে লাগিয়ে নিন। এই মিশ্রণ অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন।

আমন্ড অয়েল ও অ্যালোভেরা জেল

উপকরণ

অ্যালোভেরা জেল- ২ চামচ
আমন্ড তেল- ১ চামচ
ব্যবহারের বিধি

প্রথমে একটি পাত্রে আমন্ড তেল ঢেলে নিন। এবার অন্য একটি পাত্রে অ্যালোভেরা জেল ভাল করে পিষে নিন।

এবার অ্যালোভেরা জেলের সঙ্গে আমন্ড তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের ভুরুতে অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর প্লেন জল দিয়ে ভুরু ধুয়ে ফেলুন।

তবে এই প্রত্যেকটি ঘরোয়া উপায়ে কাজে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখুন কোনওভাবে যেন এই উপকরণগুলি আপনার চোখে না যায়। পাশাপাশি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন। কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকের প্রাকৃতিক উপাদানের ব্যবহারেও অ্যালার্জি হয়।bs

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy