ব্যস্ত জীবন শিক্ষার্থীদের। তা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির। সময়ের অভাবে ত্বকের সঠিক যত্ন নিতে পারে না তারা। কিন্তু জানেন কি ব্যস্ততার মাঝেও ১০ মিনিট ব্যয় করে স্কিনকেয়ার করা সম্ভব? হাতের কাছে থাকা পণ্য দিয়েই দারুণভাবে স্কিনকেয়ার করে নিতে পারেন আপনি।
ক্লিনজিং ও টোনিংয়ের পর অনেকেই সরাসরি ময়েশ্চারাইজার ও ফেসক্রিম ব্যবহার করেন। এ ভুল করবেন না। ত্বকের যত্নের তৃতীয় ধাপটি হলো দুই মিনিট সিরাম ব্যবহার। কারণ সিরাম এবং ময়েশ্চারাইজারের কাজ ভিন্ন। ময়েশ্চারাইজারের থেকে পাতলা হয় সিরাম। এ ছাড়া সিরামে অনেক অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস থাকে। ভালো সিরাম ব্যবহার আপনার ত্বক প্রাণবন্ত করে তোলে। আঙুলে দুই-তিন ফোঁটা সিরাম নিয়ে মুখে ও ঘাড়ে চেপে চেপে দুই মিনিট ম্যাসাজ করুন। ঘষে সিরাম ব্যবহার করা যাবে না।
সিরাম ও আইক্রিম ব্যবহারের পর দুই মিনিট সময় দিতে হবে। যাতে করে আপনার ত্বক সিরাম ও ময়েশ্চারাইজার ভালোভাবে শুষে নিতে পরে। এ ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ত্বক প্রোডাক্টগুলো ভালোভাবে শুষে নিলে ভালো একটি ফলাফল পাবেন।
কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। আপনার ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন দুই মিনিট। প্রতিদিন ব্যবহারে আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক ও তৈলাক্ত হওয়া থেকে রক্ষা পাবে। কারণ ত্বক অতিরিক্ত শুষ্ক ও তৈলাক্ত হওয়া ক্ষতিকর। এর কারণে পোরস বন্ধ হয়ে যায়। ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা বেড়ে যায়।
ওপরের ধাপগুলো মেনে চললে ১০ মিনিটেই ত্বকের যত্ন সম্ভব। শেষ ধাপে এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। এরপর ঠোঁটে লিপ বাম বা গ্লস, চোখে মাসকারা দিয়ে তৈরি হয়ে নিন।
এ ধাপগুলো মানলে ত্বকে সজীবতা বৃদ্ধি পাবে। সতেজ থাকবে মনও। তাই ব্যস্ততা থেকে ১০ মিনিট সময় বের করে ত্বকের যত্ন নিন।