শারীরিক নানা সমস্যা মোকাবিলার পাশাপাশি ত্বকের যত্নেও বেশ কার্যকরী অ্যাপল সিডার ভিনেগার।
প্রাকৃতিক অ্যান্টি-এইজিং: নিয়মিত এটি লাগালে ত্বকের বলিরেখা দেখা যায় না। ফলে ত্বকের বয়স কমে। তবে এ ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন। তা হল অ্যাপল সিডার ভিনেগার হল প্রকৃতিতে অ্যাসিডিক, তাই এ জিনিস সরাসরি মুখে লাগানো উচিত নয়। এক কাপ জলে এক বা দুই চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণ তুলা দিয়ে মুখে লাগান তাতেই উপকার মিলবে।
রোদে পোড়া থেকে রক্ষা: সারা দিন রোদে ঘুরে যদি ত্বকে পুড়ে কালো হয়ে যায়। হাতের কাছে অ্যাপল সিডার ভিনেগার থাকলে এক বালতি জলে আধা কাপ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে স্নান সেরে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, এতে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের ভেতরে pH level ঠিক রাখতে সাহায্য করে। যে কারণে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগে না।
ব্রণের সমস্যা দূর হয়:
অ্যাপল সিডার ভিনেগারের ব্যবহার করলে ব্রণের প্রকোপ কমে যায়। এক গ্লাস জলে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণ তুলার সাহায্যে সারা মুখে লাগালে ত্বকের অ্যাসিডিক লেয়ার ঠিক থাকে। এর ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মরে যায়। সেই সঙ্গে পরিবেশ দূষণের কারণে ত্বকের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে। ফলে ব্রণ দূরে থাকতে বাধ্য হয়।bs