ডিমের খোসা কি ফেলে দিচ্ছেন? অবিশ্বাস্য এই আইডিয়াগুলো জানলে আজই ঘর সাজানো শুরু করবেন

রান্নাঘরে কাজের পর ডিমের খোসা ডাস্টবিনে ফেলে দেওয়াটাই আমাদের দস্তুর। কিন্তু জানলে অবাক হবেন, এই ফেলে দেওয়া খোসা দিয়েই আপনি আপনার অন্দরমহলকে দিতে পারেন এক নান্দনিক ও আভিজাত্যপূর্ণ লুক। সৃজনশীলভাবে ব্যবহার করলে ডিমের খোসা হয়ে উঠতে পারে ঘর সাজানোর অন্যতম আকর্ষণীয় উপকরণ।

পেশাদার ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, ডিমের খোসা ছোট ছোট টুকরো করে ভেঙে মোজাইক আর্ট বা পেইন্টিং ফ্রেম তৈরি করা যায়। এছাড়া ডিমের খোসাকে পরিষ্কার করে তাতে মাটি দিয়ে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট বা সাকুলেন্ট গাছ লাগালে তা জানালার কোণে এক মায়াবী পরিবেশ তৈরি করে। খোসাগুলোকে রঙ করে আকর্ষণীয় মোমদানি বা শো-পিস হিসেবেও ব্যবহার করা সম্ভব। এতে আপনার ঘরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই পরিবেশ রক্ষায় আপনিও ভূমিকা রাখতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy