জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলেই কি হু হু করে ওজন বাড়ে? দীর্ঘদিনের রহস্য ফাঁস করল নতুন গবেষণা

জন্মনিয়ন্ত্রণ বড়ি বা কন্ট্রাসেপ্টিভ পিল নিয়ে নারীদের মনে সবচেয়ে বড় ভীতি হলো ওজন বৃদ্ধি। অনেক নারীই মনে করেন, এই পিল নিয়মিত খেলে শরীর ফুলে যায় বা চর্বি জমে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং একাধিক গবেষণার ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বছরের পর বছর চলা বিভিন্ন ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, পিলের সাথে স্থায়ী ওজন বৃদ্ধির সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

বিশেষজ্ঞদের মতে, পিল খাওয়ার শুরুতে শরীরে সামান্য জল জমতে পারে (Water Retention), যা সাময়িকভাবে ওজনে সামান্য তফাৎ ঘটালেও তা চর্বি নয়। এছাড়া পিলের কারণে কারো কারো খিদে বাড়তে পারে, যা পরোক্ষভাবে ওজন বাড়াতে সাহায্য করে। তবে আধুনিক ‘লো-ডোজ’ পিলগুলোতে হরমোনের মাত্রা এতটাই নিয়ন্ত্রিত থাকে যে তা ওজনের ওপর তেমন প্রভাব ফেলে না। তাই ওজন বাড়ার ভয়ে পিল খাওয়া বন্ধ করার আগে আপনার জীবনযাত্রা ও ডায়েটের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy