চুলের স্টাইল আপনার চেহারাকে বদলে দিতে পারে

যখন আপনাকে দেখতে অসাধারণ ও সুন্দর লাগে তখন প্রকৃতিগতভাবেই আপনি আরো বেশি আত্নবিশ্বাসী হয়ে ওঠেন। একজন মানুষের আত্ন-সম্মানের সাথে একটা সুন্দর চুলের স্টাইল ও রুচিসম্মত পোশাকের সম্পর্ককে হেয় করার কোন সুযোগ নেই, তাছাড়া একজন মানুষের আনন্দের পেছনে একজন ভালো স্টাইলিস্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বেলারুশে জন্মগ্রহণকারী ইয়েভজেনিক ঝুক পৃথিবীর অন্যতম হেয়ার স্টাইলিস্টদের মধ্যে একজন, যিনি রাশিয়ার মস্কোতে নিজস্ব সেলুন খুলেছেন যা অত্যন্ত জনপ্রিয়। তিনি নারীদের মেকআপ ও হেয়ার স্টাইল করে থাকেন, আর মজার ব্যাপার হচ্ছে তার করে দেয়া চুলের স্টাইল ও মেকআপের জাদুতে নারীরা তাদের একদমই নতুন করে আবিষ্কার করে। আজ আপনাদের সামনে আমরা তেমনই কয়েকজন নারীর ছবি উপস্থাপন করছি যাদের চুলের স্টাইল নেয়ার আগের ও পরের ছবির সাথে আপনি মিল খুঁজে পাবেন বলে মনে হয় না!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy