রান্নায় স্বাদ বৃদ্ধিতে পেঁয়াজের ব্যবহার যেমন অপরিহার্য, তেমনই চুলের যত্নেও এর গুণাগুণ বহু প্রচলিত। পেঁয়াজের রস চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং মাথার ত্বকের যেকোনো সমস্যা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।
অকালে চুল পেকে যাওয়া বা অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। তাই চুলের স্বাস্থ্য রক্ষায় প্রতি সপ্তাহে পেঁয়াজের পুষ্টি যোগ করা জরুরি।
চুলে পেঁয়াজ ব্যবহারের পদ্ধতি:
১. প্রথমে কয়েকটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে কুচি করে নিন।
২. কুচি করা পেঁয়াজ ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে বেটে নিন।
৩. পেঁয়াজ বাটা একটি পাতলা কাপড়ে মুড়ে ভালোভাবে চিপে রস বের করে নিন।
৪. এবার পেঁয়াজের রসে তুলো ডুবিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগান। পুরো মাথায় লাগাতে হবে।
৫. লাগানো হয়ে গেলে আঙুল দিয়ে আলতোভাবে দশ মিনিট মাথার ত্বক ম্যাসাজ করুন।
৬. এরপর পনেরো মিনিট অপেক্ষা করুন।
৭. সবশেষে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
সপ্তাহে অন্তত দুইবার এই পেঁয়াজের রস ব্যবহার করার চেষ্টা করুন। প্রথমবার ব্যবহারের পরই আপনি এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করতে পারবেন। ছয় থেকে আট সপ্তাহ নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং চুলের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তাই রাসায়নিক দ্রব্যের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে পেঁয়াজের রস ব্যবহার করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত।