কর্ন ফ্লাওয়ার রান্নায় অনেকেই ব্যবহার করেন। বহু সমস্যার সমাধানে কাজে লাগাতে পারেন এই উপকরণটি।
রান্না ছাড়া কর্ন ফ্লাওয়ার আর কোন কোন কাজে লাগে তা তুলে ধরা হলো-
১. কাচ পরিষ্কারে: ময়লা কাচে খানিকটা কর্ন ফ্লাওয়ার লাগিয়ে নিন। তার পরে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। কাচ পরিষ্কার হয়ে যাবে।
২. গয়নার চেন বা দড়ির গিঁট খুলতে: কর্ন ফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিন। এবার সেই গিঁট খোলার চেষ্টা করুন। অতি সহজে খুলে ফেলতে পারবেন।
৩. চুলের জট খুলতে: চুলের জটে কর্ন ফ্লাওয়ার মাখিয়ে নিন। সেটি শুকিয়ে নিন। এর পরে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। শুকনো কর্ন ফ্লাওয়ার ঝরে যাবে। একই সঙ্গে জটও খুলে যাবে। পরে সময় মতো শ্যাম্পু করে নেবেন।
৪. ত্বক জ্বালা কমাতে: রোদে বেরিয়ে ত্বক জ্বালা করলে কর্ন ফ্লাওয়ারের সঙ্গে অল্প জল মিশিয়ে সেই জায়গায় লাগিয়ে নিন। প্রদাহ কমবে। এরপরে হালকা গরম জল দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। তাতে সমস্যা অনেকটাই কমে যাবে।
৫. পায়ের দুর্গন্ধ দূর করতে: জুতো পরলে অনেকেরই পায়ে দুর্গন্ধ হয়। জুতো পরার আগে তার ভেতরে অল্প কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন। বা মোজার মধ্যে কিছুটা দিয়ে দিতে পারেন। তাতে পায়ে আর দুর্গন্ধ হবে না।bs