এখন আপনার কোঁকড়া চুল সোজা করবে মধু-কলা, জানুন এর পদ্ধতি

যদিও আজকাল কোঁকড়া চুল ফ্যাশনের একটি বড় অংশ। তবে সোজা চুলও রয়েছে অনেকের পছদের তালিকায়। সোজা লম্বা চুল সহজেই অন্যকে আকৃষ্ট করে। তাইতো অনেকেই পার্লারে গিয়ে কোঁকড়া চুল সোজা করেন। কিন্তু বিভিন্ন রাসায়নিক উপায়ে বা চুল সোজা করার যন্ত্র দিয়ে চুল সোজা করাতে গিয়ে তার দফারফা হয়। সেই কারণে ইচ্ছা থাকলেও ‘স্ট্রেট হেয়ার’-এর বাসনা থেকে পিছিয়েও আসেন অনেকে।

তবে আপনি চাইলে পার্লার ছাড়াই ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুল সোজা করতে পারেন। এজন্য দরকার বিশেষ হেয়ার মাস্ক। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন চুল সোজা করার সেই জাদুকরী মাস্ক-

যা যা লাগবে

থেঁতো করা দুটি পাকা কলা, দুই টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অলিভ অয়েল, এক টেবিল চামচ টক দই।

যেভাবে মাস্ক ব্যবহার করবেন

প্রথমে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। তারপরে সেই মিশ্রণ ভালো করে চুলে মাখিয়ে নিন। এই মাস্ক আধা ঘণ্টা চুলে মাখিয়ে রেখে দিন। এরপর সাধারণ জলে ধুয়ে নিন। সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবেন না। পরের দিন শ্যাম্পু করতে পারলে সবচেয়ে ভালো। সপ্তাহে তিন দিন এই ভাবে মাস্ক ব্যবহার করলে মাস খানেকেই চুল অনেক সোজা হয়ে যাবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy