আদর করলেই দ্রুত বিকাশ হয় সন্তানের বুদ্ধির? এমনটাই দাবি বিশেষজ্ঞদের

যত বেশি আমরা বাচ্চাদের আলিঙ্গন করি বা জড়িয়ে ধরি, তত বেশি ওদের বুদ্ধির বিকাশ হয়। ওহায়োর ন্যাশনাল চিলড্রেন’স হাসপাতালের গবেষকরা জানিয়েছেন, এক গবেষণায় দেখা গিয়েছে স্বাবলম্বী, স্মার্ট হয়ে ওঠার জন্য বাচ্চাদের বড় হওয়ার সময় আদর খুবই জরুরি। যত বেশি আমরা বাচ্চাদের আলিঙ্গন করি বা জড়িয়ে ধরি, তত বেশি ওদের বুদ্ধির বিকাশ হয়।

গবেষণার জন্য তারা ১২৫ জন নবজাতককে বেছে নিয়েছিলেন তারা। দেখা হয়েছিল আদরে তারা কীভাবে সাড়া দেয়। গবেষণায় দেখা যায়, যে শিশুরা প্রেগন্যান্সির ফুল-টার্মে জন্মেছে তারা প্রি-ম্যাচিরড শিশুদের তুলনায় আদরে বেশি সাড়া দেয়। এই গবেষণাতেই দেখা যায়, যারা বাবা-মা বা হাসপাতাল নার্সদের কাছে বেশি আদর পাচ্ছে তাদের মস্তিষ্ক যেকোন বিষয়ে তত তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানাচ্ছে।

গবেষক ডা. নাতালি মায়েত্রে সায়েন্স ডেইলিকে জানান, প্রি-টার্ম শিশুদের মস্তিষ্ক ও বুদ্ধির সঠিক বিকাশের জন্যও তাদের কোলে নেওয়া, আদর করা খুব জরুরি। সায়েন্স ডেইলিতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy