শিশুর দেখভালে স্বামীকে ‘বাগে’ আনার সহজ উপায়, জেনেনিন

বুকের ধন কবে যে বড় হয়ে যায়, তা অনেক বাবাই টের পান না। কতশত বিনিদ্র রাত, কত ময়লা বিছানা মায়ের সঙ্গী হয়ে যায়, তা অনেক বাবাই অনুভব করেন না। অথচ কিছু কৌশল অবলম্বন করে স্বামীকে তা কিছুটা হলেও বুঝাতে পারেন ভুক্তভোগী নারীরা।

১. স্বামীর সম্পৃক্ততা বাড়ান

কখন ডাক্তারের কাছে যাবেন, কীভাবে যাবেন, কীভাবে ফিরবেন- সব স্বামীর ওপর ছেড়ে দিন। আপনার যন্ত্রণা তাকে অনুভব করতে দিন। আলট্রাসনো রিপোর্ট দেখান তাকে। অনুভব করান তারই রক্তের কেউ একজন পৃথিবীতে আসছে।

২. জন্মের সময় হাসপাতালে রাখুন

নবজাতক পৃথিবীতে আসার সময় হাসপাতালে স্বামীর উপস্থিতি নিশ্চিত করুন। ডাক্তার অনুমতি দিলে জন্মের পর বাচ্চার পাশে তাকে থাকতে বলুন। বাড়ি না ফেরা পর্যন্ত যেন সে থাকে, সেটি খেয়াল রাখুন।

৩. সাহায্য চান

স্বামী যেন কোনোভাবেই মনে না করেন, বাচ্চাকে দেখে রাখার দায়িত্ব শুধু স্ত্রীর। তিনি অবসর থাকলে সাহায্য চান।

৪. উৎসাহিত করুন

বাচ্চাকে কোলে নেওয়ার সময় কোনো ভুল করলে বকা দেবেন না। বরং তাকে উৎসাহ দিন। তার কাছেই সন্তান শান্ত থাকে, এটা বোঝান।

৫. শিশুর সঙ্গে খেলতে দিন

বাচ্চার সঙ্গে স্বামীকে খেলতে দিন। কখনো বুকে তুলে নিলে ‘না’ করবেন না। শিশুর সামনে তাকে গান গাইতে দিন, নাচতে দিন। দেখবেন আপনার আর কিছু করতে হচ্ছে না। রাত জেগে তিনি নিজেই ‘সাত রাজার ধন’ আগলে রাখছেনbs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy