বর্তমানে অফিস, শপিংমল থেকে শুরু করে স্কুল-কলেজ, বাসা- বাড়িতে লিফট রয়েছে। মাঝেমধ্যেই আমরা লিফট দুর্ঘটনার খবর পেয়ে থাকি। দুর্ঘটনা এড়াতে লিফটের ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানা উচিত।
* লিফট সাধারণত বৈদ্যুতিক সংযোগ দ্বারা অপটিক্যাল সেন্সরের মাধ্যমে কাজ করে। লিফটে ওঠানামা করার সময় লিফটের দুই গেটের মাঝে কোনো কিছুর বাধা আসলে লিফট থেমে যেতে পার, এতে বিপদে আশঙ্কা থকে। তাই সব সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছুরই বাধা না আসে।
* লিফটের সেন্সর ঠিক আছে কিনা তা সব সময় পরীক্ষা করতে হবে।
* কোনো কারণে লিফট ছিঁড়ে গেলে লিফট থেকে লাফ দেওয়া যাবে না। সোজা হয়ে দাঁড়িয়ে ও থাকা যাবে না, উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। এতে শরীরের ক্ষতি কম হবে। বেশি মানুষ থাকলে মেঝেতে বসে পড়তে হবে।
* লিফট বন্ধ হওয়ার শেষ সময় লিফটে ওঠা যাবে না কারণ অনেক সময় সেন্সর কাজ করে না এতে দুই দরজার মাঝে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।
* লিফটে দরজা খোলার সঙ্গে সঙ্গে ওঠে পড়া যাবে না চেক করে নিতে হবে লিফট আসছে কিনা। কারণ অনেক সময় লিফটের দরজা খুলে যায় কিন্তু লিফট আসতে সময় করে এতে লিফটে ভেতরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।bs