রাজ-শুভশ্রীর পরিবারে ঘনিয়ে এল নতুন সদস্য! পরিবারের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

রাজ ও শুভশ্রীর ছেলে যুবানের মাথা ভরা সেই চুল আর নেই। ছেলেকে ন্যাড়া করে ছবিও পোস্ট করেছেন এই সেলিব্রেটি দম্পতি। ছবিতে যুবানকে যেন চেনাই যাচ্ছে না। তাই রাজ চক্রবর্তী লিখেছেন, কে এটা?
এরপর অবশ্য খোলাসা করেছেন নিজেই। লিখেছেন, আমাদের পরিবারের নতুন সদস্য। আমাদের ছোট্ট রসগোল্লা যুবান।

জন্মের পর এই প্রথম চুল কাটল যুবান। যুবানের এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তারকারাও ভালোবেসে একের পর এক কমেন্ট করেছেন।

অভিনেত্রী অরুণিমা ঘোষ কমেন্টবক্সে লিখেছেন, ওলে বাবালে কী মিষ্টি! এতে সায় দিয়েছেন অনেকেই।

এদিকে ছেলের ভিডিও আপলোড করেছেন শুভশ্রী। যাতে মাথায় হাত দিয়ে হয়তো যুবান বোঝার চেষ্টা করছে চুলগুলো গেল কোথায়! ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, সবই চলে গেল!

সেই ভিডিওতে মন্তব্য করেছেন পার্ণো মিত্র, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা শর্মা। ভালোবাসার ইমোজিও দিয়েছেন অনেকে।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy