বর্ষায় মশা থেকে রক্ষার ঘরোয়া সহজ উপায়, এখন জেনেনিন আপনিও

বর্ষায় মশার উৎপাত বেড়ে যায়। এ সময় মশা বংশবিস্তার করে। বৃষ্টিতে জমে থাকা জলই মশার অন্যতম প্রজনেনক্ষেত্র। এ সময় মশাবাহিত সব রোগের ঝুঁকিও বেড়ে যায় দ্বিগুণ।

ঘর থেকে মশা দূর করার জন্য কেউ ব্যবহার করেন কয়েল, কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে গুড নাইট ইত্যাদি। তবুও মশার কামড় থেকে রক্ষা মেলে না।

আবার অত্যধিক কয়েল বা স্প্রের ব্যবহারও শরীরের জন্য ক্ষতিকর। তাই মশার উপদ্রব কমানোর জন্য প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন।

জেনে নিন বর্ষায় মশা দূর করার ঘরোয়া কিছু উপায়…

লেবু ও লবঙ্গ

টক দ্রব্য ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই এ ধরনের গন্ধ থাকলে সেখানে মশা আসে না। লবঙ্গ ও লেবু ব্যবহার করে মশা দূর করা একটি পুরোনো উপায়। লেবু দুই টুকরো কেটে, তাতে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এরপর বাড়ির বিভিন্ন স্থানে এগুলো রেখে দিন। এতে মশা দূরে থাকবে।

কর্পূর

মশা দূর করার জন্য কয়েল ব্যবহার করা হয়। এতে মশা দূরে পালায় ঠিকই কিন্তু কয়েলের ধোঁয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এটি অনেকের জন্য অস্বস্তির কারণ হতে পারে। এ কারণে কয়েলের পরিবর্তে ব্যবহার করতে পারেন কর্পূর। কর্পূর জ্বালিয়ে রাখলে মশা দূর করা সহজ হবে।

রসুন

কেমিক্যালযুক্ত স্প্রের বদলে ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি স্প্রে। এক্ষেত্রে গার্লিক স্প্রে তৈরি করতে পারেন। এই স্প্রের সাহায্যে মশা তাড়ানো সহজ হবে। কয়েক কোয়া রসুন থেতো করে জলে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর নামিয়ে ঠাণ্ডা একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। মশা দূর করতে এটি বাড়িতে স্প্রে করুন।

জল জমতে না দেওয়া

কোনো স্থানে জল জমে থাকলে সেটি হয়ে ওঠে মশাদের প্রিয় স্থান। বৃষ্টির জল জমে থাকতে পারে বাড়ির আশেপাশে। তাই ড্রেনেজ সিস্টেম ঠিক রাখুন। বাড়ির ভেতর কোথাও যেন জল জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। কারণ জমে থাকা জলে মশা ডিম পারে। বাড়িতে গাছ থাকলে গাছের টবে যেন জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

কিছু গাছের ব্যবহার

কিছু গাছ আছে যেগুলো মশা তাড়াতে কার্যকরী। ভাবছেন, গাছ কীভাবে মশা তাড়াবে? আসলে কিছু গাছ বাড়িতে থাকলে মশা তার আশেপাশে আসতে পারে না। যেমন গাঁদা, তুলসি, লেমনগ্রাস, পুদিনা এবং ক্যাটনিপ ইত্যাদি। এ ধরনের গাছ শুধু মশাই নয়, দূরে রাখে অন্যান্য কীটপতঙ্গও।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy