গাঢ় ম্যাট লিপস্টিক তোলা নিয়ে নাজেহাল? রইল সহজ কিছু টিপস!

গাঢ় ম্যাট লিপস্টিক তোলা নিয়ে নাজেহাল? রইল সহজ কিছু টিপস!
দিনহাটা, ৩০শে এপ্রিল, ২০২৫: রেড, ব্রাউন কিংবা পার্পেল – গাঢ় রঙের লিপস্টিকে ঠোঁট রাঙানো যেমন আকর্ষণীয়, তেমনই সেই লিপস্টিকের রঙ ঠোঁট থেকে পুরোপুরি মুছে ফেলা বেশ ঝক্কির কাজ। বিশেষ করে ম্যাট লিকুইড লিপস্টিক হলে তো কথাই নেই! তুলতে গিয়ে অনেক সময় ঠোঁটের আশেপাশে বিশ্রীভাবে ছড়িয়ে যায় রঙ। এই ঝামেলা এড়াতেই অনেকে পছন্দের ম্যাট লিপস্টিক পরা ছেড়ে দেন। তবে আর নয়! লিপস্টিক না ঘেঁটে ঠোঁটকে ম্যাট লিপস্টিক মুক্ত করার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। চলুন, দেখে নেওয়া যাক সেই টিপসগুলো:

ব্যবহার করুন হেভি ডিউটি মেকআপ রিমুভার: ওয়াটারপ্রুফ মাস্কারা তোলার জন্য যে অয়েল-বেসড মেকআপ রিমুভার ব্যবহার করা হয়, তা দিয়েই আপনি সহজেই গাঢ় রঙের ম্যাট লিপস্টিক পরিষ্কার করতে পারবেন। একটি গোল তুলোর প্যাডে সামান্য মেকআপ রিমুভার নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঠোঁটের উপর চেপে ধরুন। এরপর আলতো হাতে লিপস্টিক মুছে ফেলুন। তবে খেয়াল রাখবেন, ঠোঁটের মাঝখান থেকে কোণার দিকে না মুছে বরং উল্টো দিক থেকে মুছুন। তা না হলে লিপস্টিকের রঙ ঠোঁট থেকে গালে ছড়িয়ে গিয়ে বাজে দেখাতে পারে।

তেল দিয়ে করুন ঠোঁট পরিষ্কার: হাতের কাছে ভালো মেকআপ রিমুভার বা স্ক্রাবার না থাকলে রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ ব্যবহার করতে পারেন। নারকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডো তেলের মতো ফুডগ্রেড অয়েল দিয়ে সহজেই লিপস্টিক পরিষ্কার করা যায়। এর ফলে গাঢ় লিপস্টিক যেমন উঠবে, তেমনই আপনার ঠোঁটের আর্দ্রতাও বজায় থাকবে।

লিপ স্ক্রাবারের ব্যবহার: যাদের ঠোঁট শুষ্ক, তাদের ক্ষেত্রে গাঢ় লিপস্টিক তোলার পরেও ঠোঁটের চামড়ার সঙ্গে লেগে থাকার প্রবণতা দেখা যায়। এই সমস্যা সমাধানে লিপ স্ক্রাব খুবই উপকারী। বাজার থেকে পছন্দের ব্র্যান্ডের লিপ স্ক্রাব কিনতে পারেন অথবা চিনি ও নারকেল তেল মিশিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন। আলতোভাবে ঠোঁটে স্ক্রাব ঘষে মৃত চামড়া তুলে ফেলুন, লিপস্টিকের অবশিষ্টাংশও পরিষ্কার হয়ে যাবে।

ম্যাট লিপস্টিক রিমুভার: যদি ম্যাট লিপস্টিক আপনার একান্ত পছন্দের হয়, তবে বিশেষভাবে তৈরি ম্যাট লিপস্টিক রিমুভার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করাও সহজ এবং এর সাহায্যে কঠিনতম ম্যাট লিপস্টিকের রঙও নিমেষেই উঠে যায়।

এই সহজ উপায়গুলো অবলম্বন করে আপনি সহজেই আপনার পছন্দের গাঢ় ম্যাট লিপস্টিক ঠোঁট থেকে পরিষ্কার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই এবার নিশ্চিন্তে রাঙিয়ে তুলুন আপনার ঠোঁট পছন্দের রঙে!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy