হাসির সৌন্দর্য তখনই দিগুণ হয় যখন দাঁত থাকে ঝকঝকে সাদা ও মুখ থাকে দুর্গন্ধ মুক্ত। তাইতো দাঁতের যত্নে সব সময় থাকতে হবে সতর্ক। ঝকঝকে সাদা দাঁত কার না কাম্য।
কারণ দাঁত যদি হলুদ হয় তবে তা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তাছাড়া এর জন্য পরতে হয় নানা অপ্রীতিকর পরিস্থিতিতে। তাছাড়া হলুদ দাঁতের সঙ্গে যদি মুখে দুর্গন্ধও থাকে, তবে অন্য কেউ আপনার সঙ্গে কথা বলতেও আগ্রহী হবেন না। তবে খুব সহজ একটি উপায়ে এই সমস্যার হাত থেকে রেহাই পেয়ে যাবেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
তৈরি ও ব্যবহার পদ্ধতি
প্রথমে একটি বাটিতে এক চামচ লেবুর রস নিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার এর মধ্যে পরিমাণ মতো টুথপেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি এমন ভাবেই তৈরি করতে হবে যেন তা পাতলা থাকে।
এবার একটি ব্রাশ নিন। তারপর ব্রাশে মিশ্রণটি মাখিয়ে দাঁতের চারিদিকে ভালোভাবে ব্রাশ করতে থাকুন। আপনার দাতের যে স্থানে স্পট বা ছিদ্র রয়েছে সেখানে ভালেভাবে ব্রাশ করুন। এভাবে আপনি ২ মিনিট ব্রাশ করলে আপনার দাঁত সাদা হয়ে যাবে। সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে।TS