অন্তর্বাসে ‘পকেটের মতো’ অংশ থাকা কেন গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞদের পরামর্শ জেনেনিন

নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই অন্তর্বাসে থাকে ছোট্ট একটি পকেটের মতো অংশ। কিন্তু কেন থাকে সেটি, তা জানেন না অনেকেই।

মেয়েদের অন্তর্বাসে থাকা এই ছোট্ট পকেটের মতো অংশটিকে বলা হয় ‘গাসেট’। নারীর যৌনাঙ্গের স্বাস্থ্যরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বাসের বাকি অংশ নানা কৃত্রিম উপাদানে তৈরি হলেও এই গাসেট তৈরি হয় সুতি, তুলা কিংবা ভেতর দিয়ে সহজেই বায়ু চলাচল করতে পারে, এমন পদার্থ দিয়ে।

আসলে, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই দৈনন্দিন কাজকর্মের ফলে যৌনাঙ্গ ও পারিপার্শ্বিক অঞ্চলে ঘাম, আর্দ্রতা, অন্যান্য গ্রন্থির ক্ষরণ ও ময়লার মতো পদার্থ জমে যেতে পারে। যা বিভিন্ন ধরনের জীবাণুর বিস্তারের আদর্শ পরিবেশ।

তাই অন্তর্বাসের এই অংশ এক দিকে যেমন এই আর্দ্রতা শোষণ করে নিতে সাহায্য করে, তেমনই বায়ু চলাচলের অবকাশ রাখে। এর ফলে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণের আশঙ্কা কমে অনেকটাই। অন্তর্বাসের কৃত্রিম উপাদানের সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষত তৈরি হওয়ার ঝুঁকিও কমে।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy