যত দিন যাচ্ছে, জলসঙ্কটের চেহারাটা তত ভয়ানক আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে বুদ্ধিমানের মতো জলের খরচ করতে হবে সবাইকেই। হ্যাঁ, বৃষ্টি এখনও তেড়েফুঁড়ে শুরু হয়নি, কিন্তু যে কোনওদিন হবে। সেই সময় বৃষ্টির জলটা ধরে রাখুন এবং নানা কাজে তা ব্যবহার করুন। তাতে আপনার বাড়ির পরিশ্রুত জলের বেশ খানিকটা বাঁচবে। এবার দেখে নেওয়া যাক, বৃষ্টির জলে আমরা কী কী করতে পারি।
গাছে জল দেওয়ার জন্য ব্যবহার করুন: যাঁরা বাগান করেন বা গাছপালা ভালোবাসেন, তাঁরা বৃষ্টির জল ধরে রেখে পরে বাগানে ব্যবহার করতে পারেন।
গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করুন: গাড়ি, বাইক বা বাচ্চাদের সাইকেলও মাঝে-মধ্যে ধোওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে বর্ষাকালে কাদামাখা রাস্তা পেরিয়ে ফেরার সময় তো টায়ারের অবস্থা যাচ্ছেতাই হয়ে যায়। গাড়ি ধোওয়ার জন্য বৃষ্টির জল ব্যবহার করুন।
বাসন থেকে এঁটোকাঁটা ধোওয়ার জন্য: বাসন কিন্তু কয়েক দফায় ধুতে হয়। প্রথমবারের এঁটোকাঁটা ধোওয়ার জন্য বৃষ্টির জল স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তার পর সাবান-স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে ভালো জলে ধুয়ে নিন।
সিঁড়ি ও ছাদ ধোওয়ার জন্য: মাঝে-মধ্যে সিঁড়ি আর ছাদ তো পরিষ্কার করতেই হয়, সে সময় বৃষ্টির জল ব্যবহার করতে পারেন। এমনকী কাচের জানলা পরিষ্কার করার জন্যও বৃষ্টির জল চলতে পারে।
টয়লেটে ফ্লাশের বদলে বৃষ্টির জল ব্যবহার করুন: এমনিতেই বলা হয় যে টয়লেটে ফ্লাশ না করে যদি বালতিতে ভরা জল ব্যবহার করা যায়, তা হলে জলের খরচ অনেকটাই কমানো সম্ভব। যে হারে ভূগর্ভস্থ জলের স্তর কমছে, তাতে আগামীদিনে হয়তো তেমনটাই করতে হবে… আগে থেকেই প্র্যাকটিসটা শুরু করুন!
কাচাকুচি: সব পোশাক বৃষ্টির জলে কাচতে পারবেন না, তবে কিচেন টাওয়েল, মপ, ঘরমোছা ন্যাতা, পাপোষ ইত্যাদি বৃষ্টির জলে পরিষ্কার করে নিতে পারেন।
বিশেষ টিপস: বৃষ্টির জল যেখানে ধরে রাখবেন, সেই জায়গাটা যেন ভালোভাবে ঢাকা দিয়ে রাখা থাকে। তা না হলে কিন্তু মশার বংশবৃদ্ধি হবে, সেই সঙ্গে দেখা দিতে পারে নানা অসুখবিসুখ।