সন্তানদের মধ্যে অনেক সময় দেখা যায়, কেউ কেউ অভিমানী হয়, কেউ অসহিষ্ণু হয় আবার কেউ কেউ হয়তো সহজে অনেকের সঙ্গে মিশতে পারে না। অনেক সময় দেখা যায় একই পরিবারের ভাইবোনদের মধ্যে মনোমালিন্য ঘটে। খুব সামান্য বিষয় নিয়ে শিশুমনের এই বিরোধ বাড়তে দেয়া উচিত হবে না। এর পরবর্তী প্রভাব ভয়াবহ হতে পারে। এর সমাধানে কিছু পরামর্শ তুলে ধরা হলো।
পরিবারের সন্তানেরা যখন একজন আরেকজনের জন্য কোনো ইতিবাচক কাজ করবে তার প্রশংসা করতে হবে। এতে করে নিজের ভাইবোনদের জন্য ভালোকিছু করার উৎসাহ তৈরি হবে। যা তাদের বিরোধকে আর বড় হতে দেবে না।
মিলে মিশে থাকার জন্য সব সময় উৎসাহ দিতে হবে। পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদের কুফল বোঝাতে হবে। এভাবে একটি শিশু ছোট থেকে বড় হলে তার জন্য ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে তৈরি হওয়া সহজ হবে।
পরিবারের সন্তানদের মধ্যে আদর-স্নেহ ভালোবাসায় কোনো বৈষম্য করা যাবে না। এতে শিশু মনে খারাপ প্রভাব তৈরি হয়।
পরিবারের সন্তানদের বাড়ির অন্য সদস্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখাতে হবে। যা ভবিষ্যতেও একজন ভালো মানুষ হতে সাহায্য করবে।
পরিবারের সন্তানদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতে হবে। এবং একে অপরের সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করতে হবে।
পরিবারের সন্তানদের মধ্যে কোনো সমস্যা চোখে পড়লে, খোলাখুলি আলোচনা করতে হবে। এতে প্রকৃত সমস্যার যেমন সমাধান হবে তেমনি একটি সুস্থ মানসিকতা নিয়ে তাদের বেড়ে উঠতে সাহায্য করবে।bs