ব্রণ থেকে মুক্তি পেতে নিচের টিপসগুলি একবার দেখেনিন

গরমে ত্বকে নানা রকম দেখা দেয়। কারণ গরমে ঘামের কারণে আমাদের ত্বকে ব্রণ, র‍্যাশ, কালচেভাব ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে। তবে ব্রণের সমস্যায় নারী কিংবা পুরুষকে একটু বেশি ভুগতে দেখা যায়। এক্ষেত্রে সঠিকভাবে যত্ন না নিলে সমস্যা আরও দ্বিগুণ বাড়ে। অনেকেই আবার ব্রণ তাড়াতে নানা রকম প্রসাধনী ব্যবহার করেন। যা হিতে বিপরীত ফলাফল দেখায়। তাই চলুন জেনে নেয়া যাক কিছু ঘরোয়া উপায়। যা ত্বকের ক্ষতি ছাড়াই ব্রণ থেকে মুক্তি দেবে-

স্ক্রাবিং
সমপরিমাণ চিনি ও নারকেল তেল মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

অ্যাপেল সিডার ভিনেগার
তিন ভাগ জল ও এক ভাগ ভিনেগার মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ সেকেন্ড পর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল
ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার হিসেবে লাগান অ্যালোভেরা জেল। দিনে কয়েকবার এটি ব্যবহার করতে পারেন।

মধু ও দারচিনি
দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

গ্রিন টি
ফুটন্ত জলে গ্রিন টি ব্যাগ রেখে দিন ৫ মিনিট। ঠাণ্ডা হলে লিকার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে গেলে জলের ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy