গরমে রোদে পুড়ে, ঘেমে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এ সময় প্রতি মুহূর্তে ত্বকের সঠিক উপায়ে যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে। শীতে ত্বকের যত্নে অনেকেই ময়েশ্চারাইজার লাগান। অনেকেরই প্রশ্ন, গরমেও কি মুখে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন? নাকি কোনও ক্রিম না লাগালেও ত্বকের আর্দ্রতার মাত্রা বজায় থাকে?
গরমে মাত্রারিক্ত তাপপ্রবাহ এবং দূষণের কারণে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। ত্বক হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক। সে কারণে অতিরিক্ত পরিমাণে সেবাম উৎপাদন হতে শুরু করে। আর সারা দিন মুখ চিটচিট করে। এ কারণে অনেকেরই এই সময়ে ব্রণের সমস্য়াও বাড়ে।
প্রচণ্ড গরমে ত্বকের পিএইচ-এর ভারসাম্যও নষ্ট হয়। ফলে ত্বক কখনও কখনও খুব রুক্ষ হয়ে ওঠে, আবার পর মুহূর্তেই তৈলাক্ত ভাব দেখা দেয়। এই কারণে ত্বকে সারাক্ষণ নানারকম সমস্যা লেগেই থাকে। আর ত্বকের অস্বস্তি, লালভাব এবং প্রদাহ দেখা দেয়।
রূপ বিশেষজ্ঞরা বলছেন, যাদের ত্বক তৈলাক্ত গরমেও তারা নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। দিনে মাত্র দুই বার ময়শ্চারাইজার লাগিয়ে নিলেই ত্বক থাকবে কোমল। ত্বকের নানা সমস্যাও থাকবে দূরে। তবে গরমে শীতের মতো ভারী ক্রিম বেসড ময়শ্চারাইজার লাগাবেন না। তাহলে বিপদ বাড়বে। এই সময় ত্বক ভালো রাখতে জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগান। আর আপনি যদি দিনের অধিকাংশ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাহলে তো ময়শ্চারাইজার লাগাতেই হবে।
ব্যবহারের নিয়ম
প্রথমে মুখ ক্লিনজিং করে নিন। তারপরে টোনার লাগান। শেষে জেল বেসড ময়শ্চারাইজার অল্প পরিমাণে নিয়ে মুখে লাগিয়ে নিন। এরপরে হাতের চাপে ধীরে ধীরে মাসাজ করুন। তাহলে উপকার পাবেন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে এই ময়শ্চারাইজার লাগান।