সময়ের চাকা ঘুরে আবারও ফিরে এল ১৯৯২ সাল। বলিউডের সেই সোনালি নব্বই দশকের নস্টালজিয়া উসকে দিয়ে একই মঞ্চে ধরা দিলেন অক্ষয় কুমার এবং করিশ্মা কাপুর। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই আইকনিক জুটিকে একসঙ্গে দেখা গেল, যা দেখে কার্যত আত্মহারা সিনেমা প্রেমীরা। শুধু দেখা দেওয়াই নয়, ৩৩ বছর আগের তাঁদের প্রথম ছবি ‘দিদার’-এর একটি আইকনিক মুহূর্ত মঞ্চে রিক্রিয়েট করলেন তাঁরা।
অনুষ্ঠানের মঞ্চে করিশ্মাকে পাশে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অক্ষয় কুমার। ভিজে গলায় তিনি দর্শকদের জানান, করিশ্মা কাপুরই ছিলেন তাঁর কেরিয়ারের “প্রথম নায়িকা”। ১৯৯২ সালে প্রমোদ চক্রবর্তীর ‘দিদার’ ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন আজকের সুপারস্টার অক্ষয়। অভিনেতা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “ইন্ডাস্ট্রিতে তখন আমি একেবারেই নতুন, ভীষণ নার্ভাস থাকতাম। লোলো (করিশ্মা) না থাকলে হয়তো সেই ভয় কাটিয়ে উঠতে পারতাম না।” অক্ষয়ের এই স্বীকারোক্তি শুনে উপস্থিত দর্শকরা হাততালিতে ভরিয়ে দেন।
উল্লেখ্য, ‘দিদার’ ছবিটি ছিল ১৯৮৯ সালের জনপ্রিয় বাংলা ছবি ‘আমানত’-এর রিমেক। সেই ছবির গান ও রোমান্টিক অ্যাকশন আজও দর্শকদের মনে অমলিন। এদিন সেই পুরনো দিনের একটি দৃশ্যে দুজনে যখন পারফর্ম করলেন, মনে হচ্ছিল সময় যেন থমকে গিয়েছে। করিশ্মাও পাল্টা আবেগপ্রবণ হয়ে জানান, অক্ষয়ের সঙ্গে কাজ করা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় এই পুনর্মিলনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। নেটিজেনদের দাবি, নতুনদের ভিড়ে এই পুরনো জুটির রসায়ন আজও টেক্কা দিতে পারে যে কাউকে।