জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মহাভারত’-এর ‘কর্ণ’ চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পাওয়া প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। বুধবার (১৫ অক্টোবর) ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহু বছর ধরে ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই চালাচ্ছিলেন এই কিংবদন্তী অভিনেতা।
পঙ্কজ ধীরের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, তাঁর আত্মীয়দের কয়েকজন সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, অভিনেতা ক্যান্সারের অস্ত্রোপচার করানোর পরেও রোগটি ফিরে আসে। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি তিনি।
কর্ণ রূপে পূজিত হতেন পঙ্কজ:
বিআর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মহাভারত’-এ কর্ণের চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর ভারতীয় দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন। এটি শুধু তাঁর পরিচিতিই বাড়ায়নি, বরং তাঁকে এক বিরল সম্মান এনে দিয়েছিল।
জানা যায়, ‘মহাভারত’ সিরিয়ালে কর্ণের চরিত্রে তাঁর অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে, কিছু স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়। শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল এবং ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় যেখানে কর্ণ পূজিত হন, সেখানে পঙ্কজ ধীরের আদলেই কর্ণের মূর্তি গড়া হতো, যেখানে সাধারণ মানুষ ফুল নিবেদন করতেন। টিভি সিরিয়ালের কোনো অভিনেতা এমন বিরল সম্মান পেয়েছেন বলে খুব কমই শোনা যায়।
‘মহাভারত’-এর পর বলিউডের বহু ছবি এবং হিন্দি সিরিয়ালে চুটিয়ে অভিনয় করলেও, ‘কর্ণ’ অভিনেতা হিসেবেই তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। অভিনেতার মৃত্যুতে বলিউড এবং ভারতীয় টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।