বয়স মাত্র একটি সংখ্যা— বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন যেন এই কথাটিকেই ধ্রুব সত্য হিসেবে প্রমাণ করে চলেছেন। বর্তমানে তাঁর বয়স ৫২, কিন্তু তাঁর ফিটনেস আর ক্যারিশমা দেখে বোঝার উপায় নেই যে তিনি তিন দশক ধরে ইন্ডাস্ট্রি শাসন করছেন। সম্প্রতি নেটদুনিয়ায় নিজের একগুচ্ছ জিম সেশনের ছবি শেয়ার করে তোলপাড় ফেলে দিয়েছেন অভিনেতা।
১৯৮৪ থেকে ২০২৬: হৃতিকের বডি ট্রান্সফরমেশন ইন্টারনেটে যখন ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’ ট্রেন্ড তুঙ্গে, ঠিক তখনই হৃতিক শেয়ার করেছেন তাঁর দীর্ঘ ফিটনেস যাত্রার কোলাজ। সেখানে ১৯৮৪ সালের ছোট্ট হৃতিকের ‘টিনি বাইসেপস’ থেকে শুরু করে ২০২৬-এর নিখুঁতভাবে ছাঁটা পেশীবহুল চেহারার ছবি রয়েছে। এই ছবিগুলো দেখে অনুরাগীরা রীতিমতো বিভ্রান্ত, কারণ ৫২ বছর বয়সের হৃতিককে দেখে মনে হচ্ছে তিনি এখনও সেই ‘কহো না পেয়ার হ্যায়’-এর ৩০ বছরের যুবক।
মজার ক্যাপশন ও ভক্তদের উন্মাদনা নিজের বাইসেপ ফ্লেক্স করা ছবির সাথে হৃতিক লিখেছেন, “যত বইই পড়ি, জীবনকে যত গভীরভাবে বুঝতে শিখি না কেন, ‘বলিউড বাইসেপস’-এর প্রতি এই মোহটা কিছুতেই যাচ্ছে না। আমার জন্য প্রার্থনা করুন।” এই পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, “এখনও খুঁজে চলেছি কোনটা সাম্প্রতিক ছবি, সবই তো একই রকম অবিশ্বাস্য!”
কেরিয়ারের নতুন ইনিংস: পরিচালনায় হৃতিক চলতি বছর ১৪ জানুয়ারি বলিউডে ২৬ বছর পূর্ণ করলেন হৃতিক। ২০০০ সালের সেই ব্লকবাস্টার ডেবিউয়ের পর এবার তিনি নিতে চলেছেন এক বড় চ্যালেঞ্জ। বাবা রাকেশ রোশন ঘোষণা করেছেন, দীর্ঘ প্রতীক্ষিত ‘কৃষ ৪’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে হৃতিকের। ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা, যা নিয়ে চর্চার শেষ নেই।