বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)-এর পান মশলার বিজ্ঞাপন করা নিয়ে ফের একবার বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee) সম্প্রতি এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন, বিশ্বের অন্যতম ধনী এই তারকা কেন এখনও ক্ষতিকর পণ্যের প্রচার করছেন।
ধ্রুব রাঠির প্রশ্ন: ‘এত টাকা কি যথেষ্ট নয়?’
ধ্রুব রাঠি তাঁর ভিডিওতে শাহরুখ খানের বিপুল সম্পত্তির বিষয়টি তুলে ধরেন। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘জওয়ান’ অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৪০০ কোটি টাকা)।
এই বিশাল সম্পত্তির প্রসঙ্গ টেনে ধ্রুব রাঠি শাহরুখের কাছে সরাসরি প্রশ্ন রাখেন:
“শাহরুখ খানের কাছে আমার প্রশ্ন এটাই, এত টাকা কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়, তাহলে পান মশলার মতো ক্ষতিকারক জিনিসের প্রচার করার কী এমন বাধ্যবাধকতা রয়েছে?”
ধ্রুব রাঠি অনুমান করেন, এই ধরনের বিজ্ঞাপনের জন্য সুপারস্টারকে হয়তো ১০০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়। তিনি শাহরুখকে অনুরোধ করেছেন, “আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে একবার হলেও ভাবুন। এর তো একটা সামাজিক প্রভাবও রয়েছে।”
‘ক্ষতিকর পণ্যের প্রচার বন্ধ করুন’
ইউটিউবার ধ্রুব রাঠি শাহরুখকে ব্যক্তিগতভাবে সৎ থাকার এবং বৃহত্তর সামাজিক প্রভাবের কথা চিন্তা করার পরামর্শ দেন। তিনি বলেন, “আসল প্রশ্ন হল, আপনার কি সত্যিই এই অতিরিক্ত ১০০-২০০ কোটি টাকার দরকার আছে? নিজের দিকে তাকিয়ে সৎভাবে এই প্রশ্নটি করুন।”
তিনি আবেদন করে বলেন, দেশের শীর্ষ অভিনেতা যদি এই ক্ষতিকারক জিনিসের প্রচার বন্ধ করে দেন, তবে দেশের উপর এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। ধ্রুব রাঠি তাঁর অনুগামীদের কাছে অনুরোধ জানিয়েছেন, এই বার্তাটি যেন শাহরুখ খানের কাছে পৌঁছে দেওয়া হয়।
বর্তমানে শাহরুখ খান পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।