হাসপাতালের বিছানায় কিরণ রাও! ১২ মিমি অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর শেয়ার করলেন বিরল ছবি

নতুন বছরের উদযাপনে নামার ঠিক আগেই অসুস্থ হয়ে পড়লেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও। সম্প্রতি তাঁর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রবিবার ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় থাকা অবস্থার কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন ‘লাপাতা লেডিস’-এর পরিচালক। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ এবং বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে কিরণ বেশ রসিকতা করেই নিজের অসুস্থতার বর্ণনা দিয়েছেন। তিনি লেখেন, “২০২৬-এর পার্টির জন্য আমি পুরোপুরি তৈরি ছিলাম, ঠিক তখনই আমার অ্যাপেন্ডিক্স মনে করিয়ে দিল যে একটু থামতে হবে, গভীর শ্বাস নিতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে।” আধুনিক চিকিৎসাবিজ্ঞানের চমৎকারিত্ব দেখেও অবাক হয়েছেন কিরণ। তিনি অবাক হয়ে লিখেছেন, “বুঝতে পারছি না কীভাবে ১২ মিমি ব্যাসের একটি অ্যাপেন্ডিক্স মাত্র ১০.৫ মিমি ক্যাথেটারের মধ্যে দিয়ে বের করে আনা সম্ভব হল! ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ডাক্তার নই।”

ছবিগুলির মধ্যে কিরণের হাসপাতালের ‘নেম ট্যাগ’-টি নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে। সেখানে তাঁর নাম লেখা ছিল— ‘কিরণ আমির রাও খান’। বিচ্ছেদের পরেও এই নাম ব্যবহার করা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। একটি ছবিতে তাঁকে হাসপাতালের সোফায় বসে হাসিমুখে খাবার খেতেও দেখা গিয়েছে। পোস্টের শেষে তিনি ২০২৫-এর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ২০২৬ সবার জন্য আনন্দময় ও দূষণমুক্ত বাতাস নিয়ে আসুক, সেই কামনাই করেছেন। কিরণের এই পোস্টের পর জোয়া আখতার, কঙ্কনা সেনশর্মা থেকে শুরু করে বলিউডের বহু তারকা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ২০২৬-এ বড় পর্দায় প্রিয় পরিচালকের নতুন কোনও সৃষ্টি দেখা যাবে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy