প্রতীক্ষার অবসান! বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও বড় পর্দা কাঁপাতে ফিরছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে খোদ শাহরুখ নিজেই ঘোষণা করলেন ছবির মুক্তির তারিখ। একটি বিশেষ ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। বাদশাহর সেই স্টাইলিশ লুক দেখে উত্তাল গোটা নেট দুনিয়া।
কী আছে ভাইরাল সেই ভিডিওতে?
ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাহরুখের হাতে একটি ‘কিং অফ হার্টস’ কার্ড। তাঁর নতুন হেয়ারস্টাইল এবং সপ্রতিভ চলন দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে তিনি সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, “সাল শেষ হওয়ার জন্য তৈরি থাকুন।” অর্থাৎ, ২০২৬-এর শেষে এক বিরাট ধামাকা অপেক্ষা করছে দর্শকদের জন্য।
কবে মুক্তি পাচ্ছে ‘কিং’?
প্রাথমিকভাবে ভিডিওতে চলতি বছর অর্থাৎ ২০২৬-এর ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তির ইঙ্গিত থাকলেও, নির্মাতা সূত্রে খবর সিনেমাটি ২৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এটি একটি টানটান অ্যাকশন-থ্রিলার হতে চলেছে।
আরিয়ান খানের মন্তব্য ভাইরাল: বাবার এই বিধ্বংসী লুক দেখে বড় ছেলে আরিয়ান খান ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে স্রেফ একটি শব্দ লিখেছেন— “Baap”। অন্যদিকে, করন জোহর ভিডিওটি দেখে উত্তেজনায় লিখেছেন, “ইন্টারনেট জাস্ট ভেঙে গেল! ভাই, তুমি ফাটিয়ে দিয়েছো।”
তারকাখচিত কাস্টিং ও টানটান রহস্য:
‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খানের। খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।
সিনেমার গল্পে থাকবে রাজনীতি, আন্ডারওয়ার্ল্ড এবং নায়ক-খলনায়কের এক মহাযুদ্ধ। ছবির টাইটেল রিভিলে শাহরুখের চোখে যে তেজ দেখা গেছে, তাতে পরিষ্কার যে তিনি আরও একবার অ্যাকশন হিরো হিসেবে নিজের সিংহাসন দখল করতে আসছেন। এখন শুধু অপেক্ষা ট্রেলার এবং গানের!